শিরোনাম
সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুই দশক পর জঙ্গীর কথায় গাইলেন তপন চৌধুরী

শোবিজ প্রতিবেদক

দুই দশক পর জঙ্গীর কথায় গাইলেন তপন চৌধুরী

প্রায় বিশ বছর পর শহীদ মাহমুদ জঙ্গীর কথায় আবারও গান গাইলেন তপন চৌধুরী। ‘এই তো বেশ আছি’ শিরোনামের গানের কথা হচ্ছে, ‘আঁকাবাঁকা পথ পেরিয়ে আলোছায়া সাথী করে কিছুটা সময় নিয়ে রব মুখোমুখি’। গানটির সুর করেছেন আলাউদ্দীন মাহমুদ সমীর এবং সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। এরই মধ্যে গানটি প্রকাশ করেছে লেজার ভিশন।  এই প্রসঙ্গে জঙ্গী বলেন, ‘এই গানে শ্রোতারা তপন চৌধুরীর গায়কীর মধ্যে সেই শুরুর সময়ের তপন চৌধুরীকে খুঁজে পাবেন। সেই সময়ের ফ্লেভারে এই সময়ের উপযোগী করে গানটি করা হয়েছে। যথারীতি তপন চৌধুরী খুব ভালো গেয়েছেন।’ এই গানে তপন চৌধুরীর সঙ্গে স্বরলিপিও কণ্ঠ দিয়েছেন। তপন চৌধুরী বলেন, ‘অনেকদিন পর মনের মতো একটি গান করলাম। গানের কথা, সুর এবং সংগীতায়োজন সবই আমার মন ছুঁয়ে গেছে। আমার সহশিল্পী হিসেবে স্বরলিপিও বেশ ভালো গেয়েছেন। মূল কথা, গানটি প্রকাশ হওয়ার পর বেশ ভালো সাড়া পাচ্ছি। তবে এখন যেহেতু লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে, মিউজিক ভিডিও প্রকাশের পর হয়তো আরও ভালো সাড়া পাব।’ এদিকে আগামীকাল সকাল ৭.৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তপন চৌধুরী। আজ তার সঙ্গে সহশিল্পী হিসেবে থাকবেন হৈমন্তী। আগামী ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ ক্লাবে সংগীত পরিবেশন করবেন তপন চৌধুরী। সোলস’র ‘চায়ের কাপে পরিচয়’, ‘এরই মাঝে রাত নেমেছে’, ‘ভালোবাসি ঐ সবুজের মেলা’, আইয়ূব বাচ্চুর গাওয়া ‘একদিন ঘুম ভাঙ্গা শহরে’, পার্থর গাওয়া ‘আমি ভুলে যাই তুমি আমার নও’, আরও অনেক জনপ্রিয় গানের গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী।

সর্বশেষ খবর