বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জটিলতায় চলচ্চিত্র বিনিময়

শোবিজ প্রতিবেদক

জটিলতায় চলচ্চিত্র বিনিময়

সাফটা চুক্তির আওতায় ২০১০ সাল থেকে ঢাকা ও কলকাতার মধ্যে চলচ্চিত্র বিনিময় চলছে। শুরু থেকেই জটিলতার আবর্তে পড়ায় এই বিনিময়ের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এমন অভিযোগ চলচ্চিত্রকারদের। বিনিময়ের প্রধান উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে সাংস্কৃতির আদান প্রদান জোরালো ও সিনেমা হল টিকিয়ে রাখতে ছবির অভাব পূরণ করা। এই ক্ষেত্রে সমান হারে দুদেশে ছবি বিনিময় হবে এবং বিদেশে রপ্তানিকৃত ছবিটি সে দেশে সেন্সর ও প্রদর্শনের পর সেই কাগজপত্র এদেশের ছবি বিনিময়ের জন্য গঠিত কমিটির কাছে আসলেই আমদানিকৃত ছবিটি এদেশে প্রদর্শিত হবে। চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজকরা ক্ষোভ জানিয়ে বলেন, শুরু থেকে এক্ষেত্রে জটিলতা তৈরি করছে কলকাতার চলচ্চিত্র সংশ্লিষ্টরা। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার নওশাদ ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আবদুল আজিজ অভিন্ন মন্তব্যে বলেন, রপ্তানিকৃত ছবিটি কলকাতায় প্রেরণের পর সেটি কলকাতায় সেন্সর না করে পাঠিয়ে দেওয়া হয় মুম্বাই সেন্সর বোর্ডে। সেখানে ছবির স্ক্রিপ্ট হিন্দি অথবা ইংরেজিতে অনুবাদসহ ও নানা ফরমালিটিস পূরণ করে ছবিটি সেন্সর বোর্ডে পাঠাতে দু থেকে তিন মাস সময় লেগে যায়। এর ফলে ছবি প্রদর্শনে বিলম্ব হওয়ায় আমদানি ও রপ্তানিকৃত উভয় ছবিই চরম লোকসানের মুখে পড়ে। দীর্ঘ সময় লেগে যাওয়ায় ছবির ম্যারিট নষ্ট হয়ে যায়। কারণ এই দীর্ঘ সময়ের মধ্যে ছবিটি টিভিতে প্রচার, পাইরেসিসহ নানাভাবে দর্শকের দেখা হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় চলচ্চিত্র ব্যবসায়ীরা। আবদুল আজিজ দাবি জানিয়ে বলেন, চলচ্চিত্র বিনিময়ের প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে এই অবস্থার অবসান ঘটাতে হবে। না হলে সাফটা চুক্তির অধীনে চলচ্চিত্র বিনিময় করে কোনো লাভ নেই।

সর্বশেষ খবর