বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোট উৎসবে তারকা কথন

ভোট উৎসব আনন্দমেলার মতো মনে হয় চম্পা

ভোট উৎসব আনন্দমেলার মতো মনে হয় চম্পা

ভোট এলে আমার মনটা আনন্দে ভরে যায়। মনে হয় আনন্দমেলার মতো উৎসব এসে গেছে। নাগরিক হিসেবে ভোট দেওয়া সবার দায়িত্ব ও কর্তব্য। এই দায়িত্বটা পালনে কখনো পিছ পা হই না। উদগ্রীব হয়ে থাকি কখন ভোট আসবে। কখন উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাব। সব সময়ই চাই যেন শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারি। নির্বাচনটি যেন স্বচ্ছ হয়। ভোট দিতে যাওয়া মানে গেট টুগেদার হওয়া। এমনিতে ব্যস্ততার কারণে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ থাকে কম। ভোট দিতে গেলে এই মধুর ক্ষণটি এসে যায়। অনেক দিন দেখি না এমন অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ আলাপ আড্ডায় মনটা ভরে যায়। গতবার ভোট কেন্দ্রে গিয়ে দেখি নায়িকা দিতি লাইনে দাঁড়িয়ে আছে। সেই চেনা হাসি মুখ। আমাকে দেখে মহা খুশি। আমি ভোট দিয়ে বেরিয়ে দেখি ভিড়ের মধ্যেও আমার জন্য গেটে দাঁড়িয়ে আছে। সে সিনিয়রদের সম্মান দিতে জানত। এখন ভোট এলেই তার কথা মনে পড়ে যায়। তাকে খুব মিস করি।

সর্বশেষ খবর