বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

তারেক মাসুদের জন্মদিন আজ

শোবিজ প্রতিবেদক

তারেক মাসুদের জন্মদিন আজ

‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিংয়ের লোকেশন দেখে ফেরার সময় দুর্ঘটনায় প্রাণ হারান বিকল্পধারার চলচ্চিত্রের পথিকৃৎ নির্মাতা তারেক মাসুদ। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনি না ফেরার দেশে চলে যান। চলচ্চিত্রের জনপ্রিয় এই নির্মাতার আজ জম্ম দিন। আদম সুরত, মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, অন্তর্যাত্রা ও রানওয়ের মতো ছবি দিয়ে এই নির্মাতা বাংলা চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করেছিলেন। তার চলচ্চিত্র ‘মাটির ময়না’ প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অস্কারে স্থান পেয়েছিল। এদিকে নতুন খবর হচ্ছে, নির্মাতা তারেক মাসুদের এই বিশেষ দিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে গুগল ডুডল। এর আগে বাংলাদেশের পাঁচ কৃতী সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুগল তৈরি করেছিল ডুডল। তবে সেটা ছিল শুধু বাংলাদেশের গুগল ইউজারদের জন্য। এবারই প্রথম এই সার্চ ইঞ্জিন সাইট বিশ্বব্যাপী দেখাচ্ছে বাংলাদেশি নির্মাতা তারেক মাসুদকে। এ প্রসঙ্গে ক্যাথরিন মাসুদ বলেন, এ মাসেই প্রকাশিত হতে যাচ্ছে তারেক মাসুদের নির্বাচিত বক্তৃতা ও বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারের সংকলন-‘চলচ্চিত্রকথা : বক্তৃতা ও সাক্ষাৎকার’। বইটি প্রকাশিত হচ্ছে কথাপ্রকাশ ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে। এদিকে, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জম্ম দিনে জম্ম ভূমি ভাঙ্গার নূরপুর গ্রামে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। জম্ম দিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তারেক মাসুদ ফাউন্ডেশন।

তারেক মাসুদের ছোট ভাই সাঈদ মাসুদ জানান, তারেক মাসুদের জম্ম দিন উপলক্ষে তারেক মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে আজ সকালে ভাঙ্গা পৌরসভার নূরপুর মহল্লায় তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সমাধি চত্বরে তারেক মাসুদের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর