রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিশ বছর পর অভিনয়ে শবনম

শোবিজ প্রতিবেদক

বিশ বছর পর অভিনয়ে শবনম

কিংবদন্তি অভিনেত্রী শবনম তার দীর্ঘদিনের কর্মস্থল পাকিস্তানে চলতি বছর একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। নাটকটি হলো আলী তাহেরের নির্দেশনায় ফাসেহ বারী খানের রচনায় ‘মোহিনী ম্যানসন কী সিনড্রেলা’। এর কেন্দ্রীয় চরিত্রে শবনম অভিনয় করেছেন। ৩ ডিসেম্বর থেকে পাকিস্তানের একটি প্রাইভেট টিভি চ্যানেলে প্রচার শুরু হয়েছে নাটকটির। শবনম বলেন, ‘এ নাটকের গল্প আমাকে কেন্দ্র করেই এগিয়েছে। দর্শক ধারাবাহিকটি বেশ ভালোভাবে গ্রহণ করে নিয়েছে। এটাই অভিনেত্রী হিসেবে আমার সফলতা, আমার ভালোলাগা।’ শবনম জানান ‘মোহিনী ম্যানসন কী সিনড্রেলা’ চ্যানেলে প্রচারের পর ইউটিউবেও দেখা যাচ্ছে। এদিকে চার দশকেরও বেশি সময় আগে শবনম নাদিমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পাকিস্তানে ‘আয়না’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। নজরুল ইসলাম নির্দেশিত এটি পাকিস্তানের একটি ব্যবসা সফল সিনেমা। এই সিনেমায় অভিনয় করে শবনম ‘নিগার অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন। এই সিনেমাই নতুন করে নির্মাণ করবেন আলী নূর। যার নাম হবে ‘আয়না-টু’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর