মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্মরণে অভিনেতা রাজু আহমেদ

শোবিজ প্রতিবেদক

স্মরণে অভিনেতা রাজু আহমেদ

প্রয়াত খ্যাতিমান অভিনেতা রাজু আহমেদের না ফেরার দেশে চলে যাওয়ার আজ ৪৬ বছর। তিনি শুধু একজন শক্তিমান অভিনেতা ছিলেন না, মুক্তিযোদ্ধা হিসেবে দেশমাতৃকাকে স্বাধীন করার প্রত্যয়ে অনবদ্য ভূমিকাও রেখেছিলেন। ১৯৭২ সালের এই দিনে দুষ্কৃতকারীর হাতে প্রাণ হারান তিনি।  রাজু আহমেদ নিজ প্রতিভাগুণে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক শিল্পী হয়ে উঠেছিলেন। বীর মুক্তিযোদ্ধা রাজু আহমেদ ছিলেন রণাঙ্গনের শব্দসৈনিক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত নাটক ‘জল্লাদের দরবারে’ জল্লাদ ইয়াহিয়া খানের ভূমিকায় অভিনয় করেন তিনি। এই নাটকে তার ভরাট কণ্ঠ সেই সময় মুক্তিযোদ্ধাদের সাহস আর শক্তি জুগিয়েছিল। রাজু আহমেদের বাবা লুত্ফল হক ছিলেন একজন উচ্চাঙ্গ সংগীতশিল্পী, আইনজীবী ও নাট্যব্যক্তিত্ব। মা রতœগর্ভা। তার ভাই-বোন সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আর্ট কলেজের ছাত্র রাজু দেশমাতৃকা ও শিল্পের দায়বদ্ধতা নিয়ে বেড়ে উঠেছিলেন। দুর্ভাগ্য, বিজয়ের মাসেই জাতি হারিয়েছে দেশের এই সূর্য সন্তানকে। মাত্র ৩৩ বছর বয়সে ১৯৭২ সালের ১১ ডিসেম্বর দুর্বৃত্তের হাতে প্রাণ দিতে হয় অভিনেতা মুক্তিযোদ্ধা রাজু আহমেদকে। প্রতি বছর এই দিনটি এলেই এই মহানায়কের করুণ বিদায়ের কথা মনে করে বেদনার অশ্রু ঝরায় জাতি। রাজু আহমেদ চলে যাননি। তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন আজীবন বাঙালির হৃদয়ে। আজ মরহুম রাজু আহমেদের মৃত্যুবার্ষিকীতে রাজু আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগে কুষ্টিয়ায় অ্যাডভোকেট লালিম হকের বোধোদয়ে পারিবারিক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

সর্বশেষ খবর