শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘শ্রাবণ ট্রাজেডি’ নাটকের একটি দৃশ্য

প্রদর্শনী

‘ব্রিলিয়্যান্ট’ প্রদর্শনী

বাংলাদেশসহ বারোটি দেশের শিল্পীদের শিল্পকর্ম নিয়ে আগামীকাল শনিবার শিল্পকলা একাডেমিতে শেষ হচ্ছে ‘ব্রিলিয়্যান্ট’ নামের দলীয় চিত্রপ্রদর্শনী।

জাতীয় চিত্রশালার এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

চারুকলার ৭০ বছরপূর্তি

ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে চলছে ১১ দিনের বিশেষ প্রদর্শনী। ২০ ডিসেম্বর শেষ হবে এই প্রদর্শনীটি।

 

রোহিঙ্গাদের নিয়ে মার্কিন আলোকচিত্রীর ‘দেশত্যাগ’

রোহিঙ্গাদের জীবন-সংগ্রামের নানা চিত্র নিয়ে ধানমন্ডির আলিয়’স ফ্রসেজে চলছে আমেরিকান আলোকচিত্রী প্যাট্রিক ব্রাউনের ‘দেশত্যাগ’ নামের প্রদর্শনী। প্রদর্শনীটি ২২ ডিসেম্বর শেষ হবে ।

 

আজ মহাকালের শ্রাবণ ট্র্যাজেডি

শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে মহাকাল নাট্যসম্প্রদায় প্রযোজিত নাটক ‘শ্রাবণ ট্রাজেডি’।

সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটকটি।

এটি দলের ৪০তম প্রযোজনার সপ্তম মঞ্চায়ন। 

 

নাটক

আজ মহাকালের শ্রাবণ ট্র্যাজেডি

শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে মহাকাল নাট্যসম্প্রদায় প্রযোজিত নাটক ‘শ্রাবণ ট্রাজেডি’। সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটকটি। রচনা করেছেন আনন জামান। নির্দেশনায় আশিক রহমান লিয়ন।

 

অন্যান্য

বিজয়ের সুর মুক্তিযুদ্ধ জাদুঘরে

মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক সপ্তাহব্যাপী বিজয় উৎসব। ১৬ ডিসেম্বর শেষ হবে সাত দিনের এই বিজয় উৎসব।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর