শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিটিভিতে রেজানুর রহমানের ‘একটি কৃতজ্ঞতাপত্র’

শোবিজ প্রতিবেদক

বিটিভিতে রেজানুর রহমানের ‘একটি কৃতজ্ঞতাপত্র’

নাটকের নাম ‘একটি কৃতজ্ঞতাপত্র’। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বিটিভির জন্য নাটকটি লিখেছেন বিশিষ্ট নাট্যকার, পরিচালক রেজানুর রহমান। নাটকের গল্পে দেখা যায়, বিদেশে বড় হয়ে ওঠা এক তরুণী বাবা-মায়ের সঙ্গে দেশে এসে সরাসরি একজন মুক্তিযোদ্ধাকে দেখার ইচ্ছা পোষণ করে। যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য তাকে কৃতজ্ঞতা জানাতে চায়। ঘটনাক্রমে মেয়েটি তার এক বান্ধবীর সঙ্গে গ্রামে যায়। সেখানেই দেখা হয় একজন মুক্তিযোদ্ধার সঙ্গে। তারপর ঘটতে থাকে একের পর এক বিব্রতকর ও বিস্ময়কর নানা ঘটনা। মহান বিজয়ের মাস উপলক্ষে বিটিভির এই বিশেষ নাটকটিতে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা মামুনুর রশীদ, খায়রুল আলম সবুজ, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, হাফিজুর রহমান সুরুয, মাহবুবা রেজানুর, সিলভিয়া প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। ১৫ ডিসেম্বর রাত ৯টায় বিটিভিতে নাটকটি প্রচার হবে।               

 

সর্বশেষ খবর