মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তারকার বিজয়...

শোবিজ প্রতিবেদক

তারকার বিজয়...

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত তিন শিল্পী আসাদুজ্জামান নূর, আকবর  হোসেন পাঠান ফারুক ও মমতাজ। নীলফামারী-২ আসন থেকে অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর, ঢাকা-১৭ আসন থেকে চিত্রনায়ক ফারুক ও মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী মমতাজ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় দ্বিগুণ ভোটে হারিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন আসাদুজ্জামান নূর। এ আসন থেকে ২০০১, ২০০৮ ও ২০১৪ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন নূর। আওয়ামী লীগে যোগ দেন ১৯৯৮ সালে। ২০০২ সালে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হন ও পরবর্তীতে ২০০৯ সালে সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব লাভ করেন ‘বাকের ভাই’খ্যাত এ অভিনয়শিল্পী। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি। অভিনয়শিল্পীদের মধ্যে সংসদ সদস্য হিসেবে এবার অভিষেক ঘটছে আরেক অভিনেতা ফারুকের। তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। ষাটের দশকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন। মাঠে ছিলেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময়ও। একাত্তরে যোগ দেন মুক্তিযুদ্ধে।  পরবর্তীতে বঙ্গবন্ধুর সান্নিধ্য পান। চলচ্চিত্রে নাম লেখানোর পর রাজনৈতিক অঙ্গন থেকে খানিকটা দূরে সরে যান তিনি। অভিনয়ে ব্যস্ততার কারণেই তখন রাজনীতিতে যুক্ত থাকতে পারেননি। ৭০ বছর বয়সে এসে রাজনীতিতে পুরোপুরি থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েই চমক দেখালেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গঠিত হলে আগামী পাঁচ বছরে বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে ‘সোনার বাংলায় পরিণত হবে’ বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো সংসদে যাচ্ছেন সংগীতশিল্পী মমতাজ। তিনি বলেন, সামনের পাঁচ বছর আমরা অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারব। পাঁচ বছরে বাংলাদেশকে ‘সুন্দর ও সমৃদ্ধশালী’ হিসেবে গড়ে  তোলার প্রত্যয় ব্যক্ত করেন মমতাজ। তিনি বলেন, উন্নয়নের যে মহাসড়কে আমরা আছি; সেখান থেকে আগামীতে দেশকে আরও এগিয়ে নিতে পারব। এর আগে ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর