মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বছরজুড়ে ডিএমএসের সফলতা...

শোবিজ প্রতিবেদক

অডিও বাজারের মন্দার অবস্থায় বাজারের হাল ধরেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। ২০১৮ সালের শুরু থেকে  শেষ পর্যন্ত বেশ সফলতার সঙ্গে পথ চলেছে দেশের আলোচিত এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি তাদের বছর শুরু করেছিল ‘একটাই তুমি’ শিরোনামে তাহসান ও পূজার ডুয়েট গান দিয়ে। এরপর একে একে প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীদের সমন্বয়ে বছরের পুরোটা সময় কাটিয়েছে। এ বছর একক ও ডুয়েট মিলিয়ে মোট ৭২টি গান প্রকাশ হয়েছে ডিএমএস থেকে। সব গানই ভিডিও আকারে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। প্রকাশিত গানের শিল্পীদের মধ্যে রয়েছেন আসিফ আকবর, হাবিব ওয়াহিদ, ধ্রুব গুহ, কাজী শুভ, মিনার রহমান, শান, ইমরান, প্রতীক হাসান, প্রীতম হাসান, আঁখি আলমগীর, কর্ণিয়া, পড়শী, সালমা, শাওন গানওয়ালা, জুয়েল মোর্শেদ, সোহেল মেহেদী, তরুণ মুন্সী, মিলন, এফ এ সুমন, কিশোর, তানজীব সরোয়ার, এহসান রাহী, ইমন খান, জাহিদ, রূপসা, ইলিয়াস, শেখ মহসিন, হৈমন্তী, এফ এস নাঈমসহ আরও অনেকে। এসব গানের মধ্যে কোনোটির ভিউয়ার্স কোটির ঘরও পার হয়েছে। এ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘ডিএমএস প্রতিষ্ঠার শুরু থেকেই আমি বলে এসেছি, গানের মানের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না। বিগত বছরগুলোর মতো এবারও চেষ্টা করেছি কথা রাখার। বেশকিছু ভালো গান শ্রোতাদের উপহার দিয়েছি। শ্রোতারা সেগুলো সাদরে গ্রহণও করেছেন। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, গান ভালো হলে  শ্রোতারা সেটা নেবেনই। আশা করছি এ বছরও ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে পারব।’

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর