বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দুই বাংলায় ছবি নিয়ে বছর শুরু জয়ার

শোবিজ প্রতিবেদক

দুই বাংলায় ছবি নিয়ে বছর শুরু জয়ার

নতুন বছরে দেশের বড় পর্দায় প্রথম ছবি হিসেবে মুক্তি পাচ্ছে সাফটা চুক্তির আওতায় আমদানিকৃত চলচ্চিত্র ‘বিসর্জন’। অন্যদিকে, ভারতে মুক্তি পাচ্ছে জয়ার নতুন ছবি ‘বিজয়া’। বছর শুরুতেই দুই বাংলার বড় পর্দা দখল নিচ্ছেন জয়া আহসান। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ছবি ‘বিসর্জন’ এবার দেশে মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটির সিক্যুয়াল বিজয়া নির্মাণ করেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। দুই বাংলায় একইদিনে আগামী ৪ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র দুটি। খবরটি নিশ্চিত করেছেন ‘বিসর্জন’ এর আমদানিকারক মধুমিতা মুভিজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, ‘‘জয়ার ‘দেবী’ চলচ্চিত্রটির জন্য আমি ‘বিসর্জন’ মুক্তি পিছিয়ে দিয়েছিলাম। উপযুক্ত সময় না পাওয়ায় এতদিন ছাড়িনি ছবিটি। এবার নতুন বছরে কলকাতায় যখন ‘বিজয়া’ মুক্তি পাচ্ছে সে সময়টাই বেছে নিলাম এ চলচ্চিত্রটি মুক্তির জন্য।’’ ২০১৭ সালের ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘বিসর্জন’। এ ছবির জন্যই প্রথম বাংলাদেশি হিসেবে জয়া পেয়েছেন ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার, জি সিনেসহ বিএফজিএ, ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যওয়ার্ড, শ্রেষ্ঠ বাঙালিসহ অসংখ্য পুরস্কার।  খুব শিগগিরই বাংলাদেশেও সাফটা চুক্তির আওতায় ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানালেন ছবির অভিনেত্রী জয়া আহসান। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় পরিসরে মুক্তি পেতে চলেছে ‘বিজয়া’।

জয়া আহসান বলেন, “আমার অভিনয় জীবনে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ বিশেষভাবে উল্লেখ করার মতো দুটি চলচ্চিত্র। এর আগে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে যেসব চলচ্চিত্র মুক্তি পেয়েছে, সেসব ছবিতে বাংলাদেশকে, বাংলার মানুষকে, মাটির গানকে তেমন একটা খুঁজে পাওয়া যায়নি। তবে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ ছবিতে আমাদের শেকড়ের সন্ধান মিলবে।

 জয়া আহসান জানান, ঢাকার মধুমিতা, বলাকা, স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেমা ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে প্রদর্শিত হবে ‘বিসর্জন’।

সর্বশেষ খবর