রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ববিতা-শাবনূরের দ্বন্দ্ব!

প্রখ্যাত তরুণ নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক দ্বন্দ্ব বাধিয়েছেন ববিতা ও শাবনূরের মধ্যে। ‘এত প্রেম এত মায়া’ শিরোনামের এই ছবিতে ববিতার পুত্র হয়ে আসছেন ফেরদৌস

আলাউদ্দীন মাজিদ

ববিতা-শাবনূরের দ্বন্দ্ব!

অভিনেত্রী ববিতার সঙ্গে চরম দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী শাবনূর। একজনের কাজকর্ম অন্যজনের একেবারেই অপছন্দ। দুজনেই আপন নীতি আর বিশ্বাসে অটুট। ঘটনার শুরু একটি বিশ্ববিদ্যালয়কে ঘিরে। ওই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ববিতা। আর প্রফেসর হচ্ছেন শাবনূর। ববিতা ভীষণ রাশভারি মেজাজের একজন মানুষ। পড়াশোনা আর বৈষয়িক কাজ ছাড়া কিছুই বোঝেন না। হাসি-আনন্দ-গান বাজনা প্রেম তার অপছন্দ। শাবনূর কিন্তু ববিতার আদর্শ নীতি আর পছন্দ-অপছন্দের বিপরীতে হাঁটেন। তাই দুজনের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত লেগেই থাকে। শাবনূর প্রতিজ্ঞা করেন ববিতাকে তার চিন্তাধারা থেকে বিচ্যুত করেই ছাড়বেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গান বাজনা, আনন্দ আয়োজনে মাতিয়ে রাখেন তিনি। শাবনূরের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ ববিতার শাসনের জাঁতাকলে নিষ্পেষিত হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এ অবস্থার অন্তিম পরিণতি দেখতে ববিতা ও শাবনূরের দর্শক-ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এমন ঘটনার কথা পড়ে পাঠকের চোখ এতক্ষণে নিশ্চয়ই কপালে উঠেছে। আসলে এ অঘটনটি ঘটিয়েছেন প্রখ্যাত তরুণ চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এই নির্মাতার আপকামিং মুভি ‘এত প্রেম এত মায়া’ ছবির গল্পেই ববিতা- আর শাবনূরের দ্বন্দ্ব চলছে। বিগ বাজেটের তারকাবহুল এই ছবিটিতে শাবনূর প্লেব্যাকও করলেন। টাইটেল সং ‘এত প্রেম এত মায়া’ গানটি গেয়েছেন শাবনূর। মানিকের প্রথম ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে শাবনূর তার অভিনয় জীবনে সেরা অভিনেত্রী হিসেবে প্রথম জাতীয় পুরস্কার লাভ করেন। ‘এত প্রেম এত মায়া’ ছবিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, ইমন, সাইমন, পিয়া বিপাশাসহ অনেকে। ফেরদৌস ছবিটিতে ববিতার পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাবনূরের। সব মিলিয়ে এদেশের দর্শক যে ধরনের মৌলিক ও পারিবারিক গল্পের ছবি দেখতে চায় ‘এত প্রেম এত মায়া’ তাই, বললেন নির্মাতা মানিক। ববিতা বলেন, ছবির চরিত্র ও গল্প আমাকে ঘিরে গড়িয়েছে বলেই এতে কাজ করে তৃপ্তি পেয়েছি। নির্মাতা হিসেবে মানিক অসাধারণ কাজ করেছেন। শাবনূর বলেন, মানিকের ছবি মানেই দর্শক পছন্দের বিশেষ আয়োজন। এ ছবির গল্প খুবই হৃদয়গ্রাহী ও মর্মস্পর্শী। ছবিটি দর্শক নির্দ্বিধায় সাদরে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। উল্লেখ্য, গত ঈদুল আজহায় মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি মুক্তি পেয়ে ব্যাপক দর্শক গ্রহণযোগ্যতা লাভ করে।

সর্বশেষ খবর