সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আজ আসরের পঞ্চম দিন

মোস্তফা মতিহার

আজ আসরের পঞ্চম দিন

৭২টি দেশের ২১৮টি চলচ্চিত্র নিয়ে একযোগে রাজধানীর ছয়টি মিলনায়তনে চলছে নয় দিনের ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯’। এটি উৎসবের সপ্তদশ আসর। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও অঁলিয়স ফ্রঁসেজ এই ছয়টি মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে উৎসবের ছবিগুলো।

আজ উৎসবের পঞ্চম দিন এশিয়ান প্রতিযোগিতা বিভাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হবে বাংলাদেশের শামীম আখতার নির্মিত ‘মেঘনার ৭১’, ভারতের ভেনিকা মিত্রের ‘অল আই ওয়ান্ট’, আতিথ্য কানাগারজনের ‘ড্রিমস’, রাজেশ নূরের ‘নাকাম’, অ্যানি অ্যান্ড ক্যারোলা মাই বেস্ট ফ্রেন্ড’,  স্পেনের ‘গার্ডিয়ান এঞ্জেল, সার্বিয়া ড্রেসেজ’ এভরিবডি নিডস লাভ’। অঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তনে প্রদর্শিত হবে ইরানের আব্বাস নেজামদুস্তের ‘এ বিগার গেম,  মোহাম্মদ জাবারাহ আল দারাজির ‘আল রাহা, বাংলাদেশ পেইন্টিং লাইফ’। শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে মুহিউদ্দিন মুজাফফরের ‘ট্যাংগো, রামির রাসুওলির ‘লিনা, ইরান আউট অব প্যারাডাইস, সুইজারল্যান্ডের এস বুজিনের ‘সেইন আউ’,। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে ‘সুলেইমান গোরা’, পারফর্মিং মনুমেন্টস, থার্ড কিং, বিলাভড, খুন্ডি, দেবি দুর্গা, মায়া, লিফ অব লাইফ’ এ ড্রাউনিং ম্যান,’। পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রদর্শিত হবে ‘সিগন্যাল রক, জন্মভূমি, সনাতন গল্প।

এর মধ্যে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সকাল ১০টা থেকে প্রদর্শিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র। এক্ষেত্রে শিশুদের সঙ্গে অভিভাবকরাও বিনামূল্যে চলচ্চিত্র উপভোগ করতে পারবে। এ ছাড়া সকাল ১০টা, দুপুর ১টা ও বিকাল ৩টায় প্রদর্শনী শিক্ষার্থীরা বিনামূল্যে দেখতে পারবে, সে ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন, অঁলিয়স ফ্রঁসেজ ও শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবে। এক্ষেত্রে আগে আসলে দেখবেন ভিত্তিতে আসন বণ্টন হবে। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে নির্ধারিত দর্শনীর বিনিময়ে দর্শকরা চলচ্চিত্র দেখতে পারবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর