বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পাল্টে যাচ্ছেন শাকিব-বুবলী

আলাউদ্দীন মাজিদ

পাল্টে যাচ্ছেন শাকিব-বুবলী

‘শাকিব-বুবলী জুটি বেঁধে বেশ কটি ছবিতে অভিনয় করেছেন। দর্শক এই জুটিকে সাদরে গ্রহণও করেছে। তবে এতদিন তারা স্বাভাবিক ও চেনাজানা চেহারায়ই বড় পর্দায় হাজির হয়েছেন। এবার তারা একবারেই পাল্টে যাচ্ছেন। ভিন্ন লুক আর গেটআপে দর্শকের সামনে হাজির হবেন। ছবির চরিত্রের জন্য শাকিবের চেহারা এতটাই পাল্টে ফেলতে হবে যে, দ্রুত এই ছবির শুটিং শেষ করতে হবে। তা না হলে অন্য ছবিতে তার অভিনয় করা কঠিন হয়ে পড়বে।’ এমনটি জানালেন নির্মাতা মালেক আফসারী। এই নির্মাতা শাকিব-বুবলীকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘টাইগার’ শিরোনামের একটি ছবি। তবে এই নাম পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি। শাকিব খান ও ইকবালের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই ছবির গল্প হবে মূলত লাভ-অ্যাকশন ধাঁচের। গল্প, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতা জানান, শাকিব খানের চরিত্রটি হবে একজন কুরিয়ার বয়ের। যে কিনা একজন সাধারণ ছেলে থেকে ঘটনাচক্রে অসাধারণ হয়ে ওঠে। ব্যস, এ পর্যন্তই। এর বেশি আর কিছু জানাতে রাজি নন নির্মাতা।

বুবলীর অন্যরকম চরিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি তা চমক হিসেবে রাখতে চান জানিয়ে বলেন, বুবলী প্রধান নায়িকা হলেও আরও এক নায়িকা থাকছেন শাকিবের বিপরীতে। এজন্য নতুন মুখ খোঁজা হচ্ছে। নায়ক সম্রাট ও মিশা সওদাগরকেও চূড়ান্ত করা হয়েছে। নির্মাতা বলেন, শাকিব চান আন্তর্জাতিক বাজারের জন্য উন্নত মানের ছবি নির্মাণ করতে। এজন্য তিনি আমাকে বলেন, ‘মানি ইজ নো প্রোবলেম’, আমি শুধু বিশ্বমানের ছবি চাই। ছবির জন্য কোরিওগ্রাফার হিসেবে আনা হচ্ছে বলিউডের প্রখ্যাত ইয়াসিন জাফরকে। আর ফাইট ডিরেক্টর হিসেবে থাকছেন মাদ্রাজের রাজেশ খান্না। সংগীত পরিচালনা করবেন শওকত আলী ইমন। ক্যামেরাম্যান হলেন শাহীন। পোস্ট প্রোডাকশনের কাজ হবে ভারতে। ছবির শুটিং হবে বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, সুন্দরবন, চট্টগ্রাম ও ঢাকার কমলাপুর রেলস্টেশনে। ফেব্রুয়ারি মাস থেকেই ‘টাইগার’ ছবির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা মালেক আফসারী।

সর্বশেষ খবর