বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সিনেমার নগরী ঢাকা

মোস্তফা মতিহার

সিনেমার নগরী ঢাকা

বোতল ভূত

রাজধানীতে চলছে নয় দিনের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশ-বিদেশের চলচ্চিত্রকারদের আগমনের পাশাপাশি দর্শকদের উপস্থিতিতে শীতের এই নগরীতেও উষ্ণতা এনে দিয়েছে এই উৎসব। এটি উৎসবের সপ্তদশ আসর। ৭২টি দেশের ২১৮টি চলচ্চিত্র নিয়ে নয় দিনের চলমান এই উৎসবের আজ সপ্তম দিন। উৎসবে ছবিগুলো একযোগে প্রদর্শিত হচ্ছে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও অঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তনে। উৎসবের সপ্তম দিনে আজ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হবে ভারতের রোহান দেশপাণ্ডের ছবি ‘পিপসি’, ‘এ লিটল ফুল অব হোপ’; সার্বিয়ার গোরান পাসকালজেভিক নির্মিত ছবি ‘সান জিমসকি নোসি’ (মিডউইন্টার নাইটস ড্রিম), ইরানের আব্বাস নেজামদুস্তের ‘এ বিগার গেইম’, চীনের হু ইয়াওডংয়ের ‘ফুকিনডেকাচি’ (পিক-আপ-লাইফ) ও ভারতের রঞ্জন পালিতের ‘লর্ড অব দ্য অরফানস’ ও জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে রাশিয়ার নুরানিয়া জামালিয়েভার ছবি ‘অরফানস’, বাংলাদেশের হামজার ছবি ‘দিয়া’, সিঙ্গাপুরের মাইকেল কামের ‘মেলোডি’, স্পেনের ‘লুজ আজুল’ (ব্লু লাইট) ও একই দেশের আজুচেনা গারানাটোর ছবি ‘সাগল’ (গুডবাই), বাংলাদেশের সৈকত রায়ের ‘নোনাজলের মেয়েটি’ (দ্য সল্টওয়াটার গার্ল) ও শহীদুজ্জামান বাদলের ‘জীবন ও জীবিকা’, বেলজিয়ামের চলচ্চিত্র ‘দ্য ভয়েস ওভার’, বসনিয়ার চলচ্চিত্র ‘এইট ডে’, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়া, সিরিয়া ও অস্ট্রিয়ার ছবি ‘ফ্রম দ্য এজ অব স্যানিটি’, ইরানের ‘জনা’, ইউকে ও ইরাকের যৌথ ছবি ‘রিমেম্বার বাগদাদ’, স্পেনের ‘ইউসেবিও ৮০’, সুইজারল্যান্ডের ‘ট্রানজিশনস ও ‘বনোবো’, তাইওয়ানের চিয়া চুন ওয়াংয়ের ছবি ‘ব্রাদারহুড’।

এদিকে একই দিনে অঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তনে প্রদর্শিত হবে তুর্কির ওসমান নেইল দোগানের ‘গুভারসিন হিরসিজলারি’ (দ্য পিজিওন থিভস), উজবেকিস্তানের আহুনভ মীর মাকসুদের ‘রিসিতা’, তুর্কির উমিত উনালের ‘সফরা সিরলারি’ (সিরিয়াল কুক), ফিলিপাইনের চিটো এস রনোর ‘সিগনাল রক’। পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রদর্শিত হবে বাংলাদেশের নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ‘বোতল ভূত’, ভারতের রঞ্জন ঘোষের ছবি ‘রঙ-বেরঙের করহি’ (কালারস অব মানি), পলাশ দে’র ‘আসু খালা’ (দ্য পেইন হকার) ও বিজু কুমার দামোদরের ‘পেইন্টিং লাইফ’। শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে তুর্কির ‘ব্রাদার্স অব সাইলেন্স’, ইরানের রামতিন লাভাফির ‘হ্যাটট্রিক, পোল্যান্ডের আন্না জাদওয়াস্কার ‘ডিজিকি রোজ’ ও নরওয়ের বার্ড রোজেভল্ডের চলচ্চিত্র ‘কোমেটেন’। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সকাল ১০টা থেকে প্রদর্শিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র। উৎসব শেষ হবে ১৮ জানুয়ারি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর