শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

পর্দা নামছে আজ

মোস্তফা মতিহার

পর্দা নামছে আজ

উমা

আজ শুক্রবার শেষ হচ্ছে নয় দিনের ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯’। এশিয়ান প্রতিযোগিতা, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানোরোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, টিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশন এই কয়েকটি সেশনে প্রদর্শিত হলো উৎসবের ছবিগুলো। সমাপনী আসরে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে আজ শুক্রবার জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হবে ভারতের শ্রীজিত মুখার্জির ছবি ‘উমা’। এর আগে একই মিলনায়তনে থাকছে সমাপনী অনুষ্ঠান। অন্যদিকে জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে উইমেন ফিল্মমেকার সেকশন বিভাগে প্রদর্শিত হবে জেলেনা মিলা নির্মিত সুইডেন ও সার্বিয়ার যৌথ ছবি ‘স্ট্যালাকিগারিন্নর’ (আয়রন ওয়ারিওরেসেস), স্বাধীন চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ছবি ক্লেইরি ফৌলারের ছবি ‘সালাম’, তুর্কির অনুর ইয়াগিজের ছবি ‘তোপ্রাক’, ইউকের লিন্ডা লুডউইং কার্লির ছবি ‘ম্যান অব দ্য আওয়ার’, হাউলু ওয়াইয়ের ‘লাও আউ’, ইউএসএ’র সারওয়ার হাবিবের ‘মেইড ইন চায়না, বিনয় পুজারার ‘রুফুস কিংস পার্ক’। শিশু চলচ্চিত্র বিভাগে সকাল সাড়ে দশটায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রদর্শিত হবে ভারতের রোহান দেশপাণ্ডের ছবি ‘পিপসি’, ‘এ লিটল ফুল অব হোপ’, দুপুর ১টায় এশিয়ান প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে উজবেকিস্তানের আহুনুব মীর মাকসুদের ছবি ‘রিশতা’, বিকাল ৩টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে হাঙ্গেরির পোজগাই জিসল্টের ছবি ‘দ্য ডিভোটেড’, ও ভারতের জয়প্রকাশ রাধাকৃষ্ণের ‘মসককুইটো ফিলোসফি’, বিকাল ৫টায় বাংলাদেশ প্যানোরোমা বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের অরুণ চৌধুরীর ‘আলতা বানু’, সন্ধ্যা সাড়ে ৭টায় উইমেন ফিল্মমেকার বিভাগে প্রদর্শিত হবে লিসা গাজীর ‘রাইজিং সাইলেন্স’।

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে উইমেন ফিল্মমেকার বিভাগে প্রদর্র্শিত হবে অবন্তী রায় নির্মিত ‘রঘু রায়-এ্যান আনফ্রেমড প্রোর্টেট’, স্পিরিচুয়াল বিভাগে প্রদর্শিত হবে গার্বিয়েল ব্রাডি নির্মিত জার্মানি, ইউকে ও অস্ট্রেলিয়ার যৌথ ছবি ‘আইল্যান্ড অব দ্য হাঙরি ঘোস্ট’, রেট্রোস্পেকটিভ বিভাগে প্রদর্শিত হবে গোরান পাসকালিজেভিক নির্মিত ভারত ও সার্বিয়ার যৌথ ছবি ‘দেবভূমি’ (ল্যান্ড অব দ্য গডস), এশিয়ান প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে ভারতের জাহ্নু বড়–য়ার ছবি ‘ভোগা খিড়কি’ (ব্রোকেন উইনডো)।

এর মধ্যে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সকাল ১০টা থেকে প্রদর্শিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র। এক্ষেত্রে শিশুদের সঙ্গে অভিভাবকরাও বিনামূল্যে চলচ্চিত্র উপভোগ করতে পারবে। এ ছাড়া সকাল ১০টা, দুপুর ১টা ও বিকাল ৩টায় প্রদর্শনী শিক্ষার্থীরা বিনামূল্যে দেখতে পারবে, সেক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। এর বাইরে সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা।

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন, অঁলিয়স ফ্রঁসেজ ও শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবে। এক্ষেত্রে আগে এলে দেখবেন ভিত্তিতে আসন বণ্টন হবে। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে নির্ধারিত দর্শনীর বিনিময়ে দর্শকরা চলচ্চিত্র দেখতে পারবেন। এবারের উৎসবে অংশগ্রহণকারী দেশগুলো হলো- আফগানিস্তান, আলবেনিয়া, আর্মেনিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, ভুটান, ব্রাজিল, কানাডা, চীন, কিউবা, সাইপ্রাস, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, প্যালেস্টাইন, জার্মানি, গ্রিস, হংকং, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, কাজাকস্তান, কসোভো, কিরগিস্তান, লাটভিয়া, লেবানন, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মেক্সিকো, নেপাল, নরওয়ে, পাকিস্তান, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, রাশিয়া, শ্লোভেনিয়া, স্পেন, দক্ষিণ কোরিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, সিরিয়া, তাইওয়ান, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরষ্ক, আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভেনিজুয়েলা এবং স্বাগতিক বাংলাদেশ।

গত ১০ জানুয়ারি জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে নয় দিনের এই উৎসবের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর