বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অবশেষে তারকাবহুল বড় পর্দা

আলাউদ্দীন মাজিদ

অবশেষে তারকাবহুল বড় পর্দা

অবশেষে তারকাবহুল হয়ে উঠছে বড় পর্দা। চলতি বছরের শুরু থেকে বড় মাপের কোনো ছবি মুক্তি পায়নি। মাসের শেষ শুক্রবার থেকে ফেব্রুয়ারিজুড়ে ধারাবাহিকভাবে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল বেশকটি ছবি। দীর্ঘদিন ধরে ছবির খরা চলছে। চলচ্চিত্রের এমন দুঃসময়েও মাঝেমধ্যে আশার আলো জ্বলে ওঠে। মুক্তি পায় তারকাবহুল ছবি। ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তীর যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম আমার টু’। এতে অভিনয় করেছেন পূজা চেরী ও আদৃত। ১ ফেব্রুয়ারি মুক্তি পাবে গোলাম মোস্তফা পরিচালিত ‘কারণ তোমায় ভালোবাসি’। এতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ ও বীথি রানী সরকার। ৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে বাপ্পী, মিম, আঁচল অভিনীত ‘দাগ হৃদয়ে’ ছবিটি। এটি পরিচালনা করেছেন তারেক শিকদার। ১৫ ফেব্রুয়ারি আসছে শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাত অভিনীত শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’। এদিকে একই দিনে মুক্তি পাচ্ছে নির্মাতা তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা। এদিন আনিসুর রহমান মিলন ও মৌসুমী অভিনীত হাবিবুল ইসলাম পরিচালিত ‘রাত্রির যাত্রী’ ছবিটিও মুক্তির কথা রয়েছে। ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগৎ’। এতে অভিনয় করেছেন ডি এ তায়েব ও মাহিয়া মাহী। ডি এ তায়েব বলেন, ‘ছবিটি আরও আগেই মুক্তির পরিকল্পনা ছিল। মানের দিকটি উন্নত করতে সময়ের কারণে মুক্তি দেওয়া হয়নি।’

২২ ফেব্রুয়ারি মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিটি মুক্তি পেতে পারে। এতে অভিনয় করেছেন তাহসান ও কলকাতার শ্রাবন্তী। নির্মাতার কথায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহ না হলে মার্চের শুরুতে মুক্তি পাবে ছবিটি।’ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দীন বলেন, এভাবে যদি প্রতি সপ্তাহে মানসম্মত ছবি মুক্তির ধারাবাহিকতা বজায় থাকে তাহলে চলচ্চিত্র ব্যবসা আবার তার হারানো কৌলিন্য ফিরে পাবে।

 

সর্বশেষ খবর