বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভিন্নরূপে পূর্ণিমা

শোবিজ প্রতিবেদক

ভিন্নরূপে পূর্ণিমা

চলচ্চিত্রের জনপ্রিয় মুখ পূর্ণিমা। এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন একটু ভিন্নরূপে।

ইউনিসেফ বাংলাদেশের সচেতনতামূলক কাজ ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। আর বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৈয়দ আপন আহসান। প্রথম বারের মতো এই ধরনের সচতেনতামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন পূর্ণিমা। পূর্ণিমা বলেন, ‘শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর অনেক দেশেই প্রি-ম্যাচিউরড বেবি জন্ম নেয়। সাধারণত যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে তারা যথাযথভাবে এমন প্রি-ম্যাচিউরড বেবির চিকিৎসা করাতে পারেন। কিন্তু যারা অর্থনৈতিকভাবে সচ্ছল নয় তাদের জন্যই মূলত এই ক্যাঙ্গারু বেবি কেয়ার সিস্টেম। যথাযথভাবে নিয়ম মেনে ক্যাঙ্গারু বেবি কেয়ার ফলো করা হলে প্রি-ম্যাচিউরড বেবি সুস্থভাবে বেড়ে উঠতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুউব কার্যকর হবে বলেই আমি মনে করি, একজন মা হিসেবে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আপন ভাইয়ের অনুপ্রেরণায় আমি এ কাজটি করেছি। এমন একটি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে ভীষণ ভালো লাগছে আমার।’ এদিকে আগামীকাল নোয়াখালীর উদ্দেশে রওয়ানা হবেন পূর্ণিমা। সেখানে তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘গাঙচিল’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর