রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অপুর উপলব্ধি

আলাউদ্দীন মাজিদ

অপুর উপলব্ধি

‘নতুন বছরটি ভালোভাবেই শুরু হলো আমার। কাজের ব্যস্ততায় ডুবে আছি বেশ’... পরম তৃপ্তি নিয়ে বললেন অভিনেত্রী অপু বিশ্বাস। ব্যস্ততার কথা জানাতে গিয়ে অপু বলেন, এই তো বেশ কদিন ধরে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি টু’ আর একটি নারিকেল তেলের টিভিসির কাজ নিয়ে মহাব্যস্ত ছিলাম। নরসিংদির হ্যারিটেজ পার্কে ছবির গানের চিত্রায়ণ হলো। আমার কো-আর্টিস্ট ছিলেন বাপ্পী। আর এফডিসিতে আকাশ আমিনের নির্দেশনায় তেলের বিজ্ঞাপনের কাজ করেছি। এ ছাড়া স্টেজ প্রোগ্রামসহ নানা অনুষ্ঠানে পারফরম করা তো চলছেই। শিগগিরই ছুটে যাব কলকাতায়। সেখানে ‘শর্টকার্ট’ শিরোনামের একটি মুভিতে কাজ করছি। এখন ডাবিং বাকি। ডাবিংয়ের কাজে যে কোনো সময় কলকাতা যাব। এ ছাড়া কিছু ছবির প্রস্তাব আছে। স্ক্রিপ্ট পড়ছি। গল্প আর চরিত্র পছন্দ হলে কাজ শুরু করব। চলচ্চিত্রে আসলেই কি নিয়মিত হবেন, হলে এত বিলম্ব হচ্ছে কেন? এমন প্রশ্নে ঢালিউডের মিষ্টি মেয়ে অপু বলেন, আসলে চলচ্চিত্রে নিয়মিত হতেই চাই। কিন্তু এখন তো ছবি নির্মাণ কমে গেছে। তা ছাড়া মানসম্মত ছবিও তেমন একটা নির্মাণ হয় না। ভালো গল্প না পেলে কাজ করে অর্জিত সুনাম ক্ষুণ্ন করতে চাই না। অপু বলেন, এই উপলব্ধি ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকেই ছিল বলে সহজেই দর্শক-নির্মাতার মন কাড়তে পেরেছি। কীভাবে সময় কাটে অপুর? এমন প্রশ্নে অপুর সহজ-সরল উত্তর হলো- আদরের ধন পুত্র জয়কে নিয়ে আমার সারাটা অবসর মহাআনন্দে কেটে যায়। প্রিয় সন্তান আর কাজ, এ দুটিই হলো আমার সুখের পৃথিবী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর