বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দীর্ঘদিন পর ফেরা

আলাউদ্দীন মাজিদ

দীর্ঘদিন পর ফেরা

দীর্ঘদিন পর আবার বড় পর্দায় ফিরলেন ঢাকাই ছবির দর্শকপ্রিয় চার নায়িকা। তারা হলেন- বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, পরীমণি ও আঁচল। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে মিম অভিনীত ‘দাগ হৃদয়ে’ ছবিটি। একই দিন পরীমণির ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটিও মুক্তি পায়। ‘দাগ হৃদয়ে’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আরও এক নায়িকা আঁচলের বড় পর্দায় আবির্ভাব ঘটল। ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি অভিনীত ‘অন্ধকার জগৎ’ ছবিটি। নির্মাতাদের কথায় দুই হাজার সালের প্রথম পর্যন্ত একজন জনপ্রিয় নায়িকার প্রতি মাসে একাধিক ছবি মুক্তি পেত। কিন্তু ব্যবসায়িক মন্দার কারণে ধীরে ধীরে ছবি মুক্তির পরিমাণ কমে যাওয়ায় শিল্পীদের হাতে কাজও কমে গেছে। এ কারণেই এখন একজন তারকার ছবি মুক্তি পেতে কমপক্ষে এক থেকে দুই বছর অপেক্ষা করতে হয়। অথবা তারও বেশি। এ জন্যই দুঃখ নিয়ে বলতে হয়, ‘দীর্ঘদিন পর অমুকের ছবি মুক্তি পেল’। চলচ্চিত্র শিল্পের এই দুর্ভাগ্যজনক বাস্তবতা খোদ চলচ্চিত্র জগতের মানুষদের মধ্যেই অনেকে অনুধাবন করতে পারছেন না। এটি সত্যিই খুব দুঃখজনক- বলছেন চলচ্চিত্র জগতেরই লোকজন। গত বছরের জুনে মুক্তি পেয়েছিল মিমের সর্বশেষ ছবি ‘সুলতান’। আঁচলের ‘সুলতানা বিবিয়ানা’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের মার্চে। দুজনই ফিরছেন ‘দাগ হৃদয়ে’ দিয়ে। বড় পর্দায় ফিরতে দেরি হওয়ার ব্যাপারে মিম বলেন, ‘গত আট মাসে কয়টা ছবি হয়েছে? আর সিনেমা তো যা-তা করতে পারি না। একটু বেছে দেখেশুনে করতে হয়। দুই বছর আগের ছবি এটি। নির্মাণের পরপর ছবি মুক্তি পেলে দর্শক আনন্দিত হয়, শিল্পীরাও মানসিকভাবে চাঙ্গা থাকেন। বছরের পর বছর ছবি আটকে থাকাটা শিল্পীর জন্য খুবই কষ্টের।’ ২০১৭ সালে মুক্তি পায় আঁচলের সর্বশেষ ছবি ‘সুলতানা বিবিয়ানা’। প্রায় দুই বছর পর গত ৮ ফেব্রুয়ারি মুক্তি পায় এ নায়িকা অভিনীত ‘দাগ হৃদয়ে’ ছবিটি। আঁচলের কথায় ছবি নির্মাণ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় তারকারা বলতে গেলে বেকার হয়ে পড়েছেন। এ কারণে অনেকেই এখন ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও, মডেলিংয়ের পথে হাঁটছেন। আসলে এভাবে চলতে থাকলে চলচ্চিত্র এবং শিল্পীদের ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত হয়ে পড়বে। ‘স্বপ্নজাল’ মুক্তি পেয়েছিল গত বছরের এপ্রিলে। ১০ মাস পর ‘আমার প্রাণ আমার প্রিয়া’ দিয়ে পর্দায় ফিরেছেন পরীমণি। পরীর কথায়- ‘ক্যারিয়ারের একেবারে প্রথম দিককার ছবি এটি। অভিনয়ের প্রায় চার বছর পর মুক্তি পেয়েছে ছবিটি। এখন দেখেশুনে ছবি হাতে নিচ্ছি। নিজের প্রযোজনার ছবির কাজও গোছাচ্ছি। সিদ্ধান্ত নিয়েছি, একটার শুটিং শেষ না হওয়া পর্যন্ত আরেকটা ছবির শুটিং করব না।’ গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল মাহিয়া মাহী অভিনীত ‘জান্নাত’ ছবিটি। এই অভিনেত্রীর হাতে প্রায় একডজনের মতো ছবি থাকলেও নানা কারণে ছবি মুক্তির ধারাবাহিকতা থমকে আছে। ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মাহী অভিনীত ‘অন্ধকার জগৎ’ ছবিটি। এতে তার বিপরীতে আছেন জনপ্রিয় নায়ক ডি এ তায়েব। মাহীর কথায় ছবি নির্মাণের গতি একদিকে যেমন হ্রাস পেয়েছে তেমনি নির্মিত ছবি মুক্তি পেতেও সিনেমা হল জটিলতায় বেগ পেতে হয়। এ অবস্থা কারও কাম্য নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর