মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দুই গান নিয়ে দোলা

শোবিজ প্রতিবেদক

দুই গান নিয়ে দোলা

কণ্ঠশিল্পী দোলা ব্যানার্জি। ছোটবেলা থেকেই নিজেকে ঋদ্ধ করেছেন আধুনিক, রবীন্দ্রসংগীত, লোকসংগীত আর শাস্ত্রীয় সংগীতে। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা এই শিল্পীর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, ভাষা এবং বঙ্গবন্ধুকে নিয়ে রয়েছে প্রবল আগ্রহ। তাই তো তিনি সম্প্রতি বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বাংলাদেশের জন্য ‘বাঁশিওয়ালা’ নামে একটি গান করেছেন। নুরুন্নবী সুমনের কথায় ও মাকসুদুল হুদা বাড্ডুর সুর ও সংগীতায়োজনে এটিএন বাংলার তত্ত্বাবধানে এটির ভিডিও নির্মাণ শুরু হয়েছে গতকাল থেকে বিএফডিসিতে। জানা যায়, গানটি এ মাসের ২১ তারিখে প্রকাশ পাবে। অন্যদিকে একই সুরকার ও গীতিকারের লেখায় আধুনিক ও লোকসংগীতের সংমিশ্রণে দোলার ‘নগর বাউল’ নামে আরেকটি চমৎকার গান প্রকাশ পাবে এ মাসের শেষের দিকে। এটির ভিডিও নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে। দোলা গত কয়েক বছর ধরে ১০টি জেলার ঝুমুর গান সংগ্রহে নিরলস কাজ করে যাচ্ছেন। তার রয়েছে ছয়টি অ্যালবাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর