মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্বল্পদৈর্ঘ্যে তিশা-ইয়াশ

শোবিজ প্রতিবেদক

স্বল্পদৈর্ঘ্যে তিশা-ইয়াশ

অভিনব এক শর্টফিল্ম নির্মাণ করেছেন ইমরান ইমন। স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটির নাম ‘কিন্তু, যদি এমন হতো?’। ইতিমধ্যেই ইন্টারঅ্যাকটিভ ঘরানার এই শর্টফিল্মটি অন্তর্জালে মুক্তি পেয়েছে। সিনেমাগত প্রযুক্তির বিবর্তনের নতুন সংযোজন ‘ইন্টারঅ্যাকটিভ স্টোরি টেলিং’। এক্ষেত্রে, দর্শকদের জন্য সুযোগ থাকে গল্পের কোনো এক মুহূর্তে কাহিনী নিজের মতো করে নির্বাচনের।  ১৯৬৭ সালে মুক্তি পাওয়া চেকোস্লোভিয়ার চলচ্চিত্র ‘কিনোঅটোম্যাট’ বিশ্বের প্রথম ইন্টারঅ্যাকটিভ চলচ্চিত্র, যা সম্প্রতি ধারণ করা হয়েছে টিভি সিরিজ ব্ল্যাক মিররের ‘ব্যান্ডারস্ন্যাচ’-এ। ইমরান ইমন বলেন, ‘প্রতিটা ফিল্মই আসলে নতুন এক্সপেরিয়েন্স। আর এই শর্টফিল্মটা একটু ডিফারেন্ট, টেকনিক্যালি বা যে কোনো দিক দিয়েই।’ ‘কিন্তু, যদি এমন হতো?’ ছবিতে অভিনয় করেছেন তিশা আর ইয়াশ রোহান। তিশা জানান, ‘শর্টফিল্মটির নতুনত্বের কারণেই শত কাজের ব্যস্ততার মধ্যেও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। চলচ্চিত্রে গল্প বলার ধরনে পরিবর্তন আনার  ক্ষেত্রে এটা একটা দারুণ সূচনা।’

সর্বশেষ খবর