বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রথম সংসদে ঢুকে অভিভূত সুবর্ণা মুস্তাফা

নিজস্ব প্রতিবেদক

প্রথম সংসদে ঢুকে অভিভূত সুবর্ণা মুস্তাফা

শৈশবেই অভিনয়ে হাতেখড়ি, তারুণ্যেই উঠে যান জনপ্রিয়তার শিখরে, সেই সুবর্ণা মুস্তাফা জীবনে প্রথমবার সংসদ ভবনে ঢুকে বলেন, তিনি অভিভূত। অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সংসদ ভবনে এই প্রবেশ নিছক দেখার জন্য নয়, বাংলাদেশের আইনসভার সদস্য হিসেবে গতকাল শপথ নিয়েছেন তিনি। সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আগামী পাঁচ বছর লুই আই কানের নকশায় গড়া এই ভবনই তার ঠিকানা। কাকতালীয়ভাবে বাবা অভিনেতা-আবৃত্তিশিল্পী গোলাম মুস্তাফার মৃত্যুবার্ষিকীতে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সুবর্ণা; সেই আবেগও ছুঁয়ে গেল তাকে। শপথ নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘ফেব্রুয়ারি মাস আমার জন্য ডিপ্রেসিং ছিল। বাবার মৃত্যু হয়েছিল এই মাসে। ১৬ বছর পর ফেব্রুয়ারিতে বাবার মৃত্যুদিনে শপথ নিলাম।’ আওয়ামী লীগের মনোনয়নে এই প্রথম সংসদে নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি এবার একুশে পদকেও ভূষিত হয়েছেন তিনি।

সর্বশেষ খবর