সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নারী দিবসের গানে তারা

শোবিজ প্রতিবেদক

নারী দিবসের গানে তারা

হুমায়রা বশির ও অধরা জাহান

নারী দিবসকে সামনে রেখে চারটি গানের একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন বশির আহমেদের মেয়ে হুমায়রা বশির ও ছেলে রাজা বশির। আর চারটি গানের কথা লিখেছেন নাট্যকার, উপস্থাপিকা, গীতিকার অধরা জাহান। কণ্ঠশিল্পীর পাশাপাশি এই অ্যালবামের মধ্য দিয়েই হুমায়রা বশির সুরকার হিসেবে আত্মপ্রকাশ করলেন। ‘অনুভূতি শিরায় শিরায়’ শিরোনামের এই অ্যালবামটিতে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন হুমায়রা বশির আর সংগীতায়োজনের পাশাপাশি একটি গানে কণ্ঠ দিয়েছেন রাজা বশির। সংগীতায়োজনে তার সঙ্গে সহযোগিতায় ছিলেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় মিউজিশিয়ান স্টিভ। গানগুলো রেকর্ড হয়েছে তাদের সারগাম স্টুডিওতে। অ্যালবামটি নারী দিবসে লেজার ভিশনের ব্যানার থেকে প্রকাশ হবে। এ প্রসঙ্গে হুমায়রা বশির বলেন, ‘এটি আমার আর অধরার একটি স্বপ্নের অ্যালবাম। আমরা অনেক দিন প্রস্তুতি নিয়ে এ অ্যালবামটি করেছি। এ অ্যালবামে সংগীতায়োজনের পাশাপাশি একটি গানে কণ্ঠ দিয়েছে আমার ভাই রাজা বশির। কিন্তু বাবা বেঁচে থাকলে এ গানটি তিনিই গাইতেন।’ অন্যদিকে অধরা বলেন, ‘আমি এর আগেও অনেকের অ্যালবামে গান লিখেছি। কিন্তু এবারের কাজটি অনেকটাই ভিন্ন। আশা করছি গানগুলো সবার ভালো লাগবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর