সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ইন্টারভিউ : দিলারা জামান

মনের বয়সই আসল

মনের বয়সই আসল

ছবি : আইস টুডের সৌজন্যে

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক জয়ী অভিনেত্রী দিলারা জামান। তার অভিনয় জীবনের গণ্ডি দীর্ঘ বছর। এই গুণী অভিনেত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল

 

মার্চ নারী দিবসে ওয়েস্টার্ন লুকে প্রচ্ছদ কন্যা হয়ে আবারও আলোচনায় এলেন। বিষয়টি কেমন উপভোগ করছেন?

এটি রীতিমতো ভাইরাল হয়েছে বলে শুনেছি। এভাবে আমাকে দেখে তো অনেক সহকর্মী ফোন করে অভিনন্দন জানিয়েছেন। গতবারও অনেক সাড়া পড়েছিল। সেটাও ভাইরাল হয়েছিল। অনেকে কমপ্লিমেন্ট দিয়েছেন, অনেকে ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন। খুব প্রশংসা করেছেন সবাই। আমিও খুব এনজয় করেছি।

 

৭৭ বছর বয়সেও মডেল কন্যা হিসেবে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন...

বয়স কোনো ব্যাপার নয়। মনের বয়সই আসল। এই বয়সেও জমকালো স্যুট-প্যান্ট পরেছি। ঠোঁটে গাঢ় লিপস্টিক, গলায় মুক্তার মালা ও কানে হীরার দুল পরে সেজেছি। কাটিং চুলের ওয়েস্টার্ন লুকও ছিল। অনেকে ছবিটি তাদের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘ভালো লাগছে, সত্যিই অসাধারণ।’

 

সবাই প্রশংসা করেছেন। কেমন লেগেছে?

অনুভূতি অন্যরকম। আমার ছবি অনেকে দেখছেন। ভালো-মন্দ বলছেন। আর ছবিটি বিশেষভাবে ফেসবুকে ভাইরাল হয়েছে। 

 

ফটোশুট প্রচ্ছদ কন্যা হওয়ার পরিকল্পনার পেছনের গল্প শুনতে চাই...

ওয়েস্টার্ন লুকে আমাকে কেমন দেখাতে পারে তা ওই ম্যাগাজিন হাউস আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। এরপর তারা আমার সঙ্গে কথা বলে। ডিফারেন্ট লুকে কেমন দেখাবে তা তারা আমার সঙ্গে শেয়ার করে। বুড়ো বয়সী মহিলাকে একেবারে তরুণী লুক দেওয়ার চেষ্টা বলা যায়! হা হা হা...

 

এসব বিষয়কে কি চ্যালেঞ্জ হিসেবে নেন?

তা তো নেই। তবে এই বিষয়টি খুবই এনজয় করি। আমি ভাগ্যবান যে, সব পরীক্ষায় পাস করেছি। মানুষ আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে।

 

সাম্প্রতিক অভিনয়ে ব্যস্ততা কেমন?

আমার মেয়ে আমেরিকা থেকে দেশে এসেছিল; চলে গেছে। বেশ কিছুদিন কাজ করিনি। আবার শুরু করব কাজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর