মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ইন্টারভিউ

গল্পটি সত্যি রহস্যময়

বিদ্যা সিনহা মিম

গল্পটি সত্যি রহস্যময়

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার অভিনয় করছেন ‘সাপলুডু’ ছবিতে। সম্প্রতি একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য রয়েছেন শ্রীমঙ্গলে। তার সঙ্গে সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল

 

ওয়েব সিরিজের শুটিংয়ে শ্রীমঙ্গলে আছেন। শুটিং কেমন চলছে?

১৮ মার্চ পর্যন্ত চলবে শুটিং। একটি এলাকার মধ্যে, কাঁচাবাজারে কিছু অংশের দৃশ্য ধারণ করা হয়। এটি গোলাম সোহরাব দোদুল ভাইয়ের নির্মাণে। এটিতে আমার সহশিল্পী চঞ্চল চৌধুরী। ১৯ মার্চ থেকে কলকাতায় এর পোস্ট প্রোডাকশনের কাজ হবে। কাজটি বেশ ভালো হচ্ছে। এর নাম ‘নীল দরজা’। এটি ৬ পর্বের। প্রযোজক শাহরিয়ার শাকিল।

 

এর গল্প কি ধরনের?

গল্পটি অনেক রহস্যময়! আমি অভিনয় করেছি তাবাসসুম চরিত্রে। গল্পে দেখা যাবে, পুরান ঢাকার পুরনো এক বাড়িতে, অদ্ভুত এক ভাড়াটিয়ার আগমন হয়। ষাটোর্ধ্ব বৃদ্ধ হলেও তিনি বাস্তবে একজন তরুণ যুবক। নাম মীর্জা এলিয়াদ, পেশায় ব্লগার। কিন্তু অনলাইন দুনিয়া তাকে চেনে বিভিন্ন নামে। অনলাইনের এই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সমাজ আর রাষ্ট্রবিরোধী লোকের মুখোশ উন্মোচন করাই তার কাজ।

 

‘সাপলুডু’ ছবি শেষ করেছেন। টিজারও প্রকাশ হয়েছে। সাড়া কেমন?

আশানুরূপ সাড়া পাচ্ছি। টিজারটি নিয়ে দর্শকদের প্রচুর আগ্রহ রয়েছে। ছবিটি নিয়ে সবাই উদগ্রীব। ভালো একটি সিনেমা দর্শক দেখতে পাবেন বলে আশা করছি।

 

ছবিটির মধ্যে ভিন্ন কোনো বিষয় আছে, যা দর্শককে প্রেক্ষাগৃহে টানবে?

ছবির গল্প ভালো, নির্মাতা পরীক্ষিত। আর কাজটি করতে আমার কাছে ভালো লেগেছে। আশা রাখি, ভালো কিছু হবে।

 

নতুন কোনো কাজের খবর রয়েছে কি?

বেশ কিছু চলচ্চিত্রে কাজের কথাবার্তা চলছে। এবার থেকে ভালো গল্প, নির্মাতা দেখে তবেই চলচ্চিত্রে কাজ করতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর