মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

৭ মার্চের ভাষণ নিয়ে চলচ্চিত্র

শোবিজ প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ যেভাবে বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল মহান স্বাধীনতার যুদ্ধে, তেমনি এই ভাষণ পেয়েছে আন্তর্জাতিক সম্মান। এবার ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করেই নির্মাতা সোহেল রানা বয়াতি নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তর্জনী।

চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি জানান, আসলে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এই দুটি বিষয়ই আমাদের  দেশপ্রেমের কেন্দ্রবিন্দু। সেখান থেকেই আমি চেয়েছিলাম আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি হোক মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ঘিরে। তর্জনী চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন নির্মাতা শাহাদাত রাসেল। নির্মাতা জানান চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এপ্রিলের মাঝামাঝি শুটিং শুরু হচ্ছে তর্জনীর। চলচ্চিত্রটির শিল্পী-কলাকুশলীসহ যাবতীয় বিষয় শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।    

 

সর্বশেষ খবর