শিরোনাম
বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সুলতান পদক পাচ্ছেন শিল্পী মুস্তাফা মনোয়ার

শোবিজ প্রতিবেদক

সুলতান পদক পাচ্ছেন শিল্পী মুস্তাফা মনোয়ার

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পীর জন্মস্থান নড়াইল শহরের সুলতান মঞ্চে আয়োজিত হয় ১০ দিনব্যাপী সুলতান মেলা। নড়াইল জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ মেলার সমাপনী দিনে প্রতিবারের মতো এবারও প্রদান করা হবে ‘সুলতান পদক’। চলতি বছর এ পদক পাবেন শিল্পী মুস্তফা মনোয়ার। শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, পদকপ্রাপ্ত শিল্পীকে সম্মাননা স্বরূপ একটি স্বর্ণের মেডেল ও সনদপত্র প্রদান করা হবে। শিল্পী মুস্তাফা মনোয়ারের স্বতঃস্ফূর্ত পদচারণা চিত্রশিল্পে, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্ত্ব শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের ‘মিশুক’ নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লালরঙের সূর্যের প্রতিরূপ স্থাপনাসহ শিল্পের নানা পরিকল্পনায় তিনি বরাবর তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে যুক্ত আছেন।

সর্বশেষ খবর