মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

২০০তম মঞ্চায়নে মোমেনার ‘লালজমিন’

শোবিজ প্রতিবেদক

২০০তম মঞ্চায়নে মোমেনার ‘লালজমিন’

রাজধানীর বিএটিসি অডিটোরিয়ামে আজ সন্ধ্যায় ‘লালজমিন’ নাটকটির ২০০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। মহান মুক্তিযুদ্ধে এক কিশোরীর অংশগ্রহণ, গল্পের এগিয়ে চলার সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতা, মেয়েটির আত্মত্যাগ এবং সবশেষে স্বাধীনতা অর্জন; দর্শকদের নতুন এক অভিজ্ঞতার সম্মুখে দাঁড় করিয়ে দেয় ‘লালজমিন’। মুক্তিযুদ্ধের এরকম একটি খণ্ডচিত্রের বয়ানে ঠাসা ‘লালজমিন’ নামের এ নাটকটি। নাটকটির এবার ২০০তম মঞ্চায়ন হতে যাচ্ছে। আর একক অভিনয়ের এ নাটকটির ২০০তম মঞ্চায়নের মধ্য দিয়ে অভিনেত্রী মোমেনা চৌধুরীও মঞ্চ নাট্যজগতে একটি নতুন মাইলফলক স্পর্শ করলেন। শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘লালজমিন’ নাটকটি রচনা করেছেন নাট্যকার মান্নান হীরা, নির্দেশনায় সুদীপ চক্রবর্তী। উল্লেখ্য, মোমেনা চৌধুরী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দীর্ঘ ২৫ বছর কর্মরত ছিলেন। এ নাটকের ২০০তম পর্বে অভিনয় মোমেনা চৌধুরীর ক্যারিয়ারের জন্য বড় অর্জন। তার এ অর্জনকে উদযাপন করতেই ‘লালজমিন’ নাটকের ২০০তম মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

 

সর্বশেষ খবর