‘আজ জুলাই ৩৫’ উল্লেখ করে চলচ্চিত্রনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা। জোর কদম আগে বাড়ি চলো, একসাথে। তারপর থাকবে রাষ্ট্র সংস্কারের লম্বা কাজ, প্রতিষ্ঠান সংস্কারের লম্বা কাজ, যাতে আর কোনো দিন আমাদের এরকম বন্দিদশায় পড়তে না হয়। রবিবার তার ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি। ফারুকী বলেছেন, ‘কেউ কেউ বলছেন, এ সংস্কার করবে কারা? আপনি করবেন। আমরা, আপনারা, সবাই করব। খুলে বলি, সবাই জানে আমাদের সিস্টেমের সমস্যাগুলো কোথায়, ওভারহোলিং কোথায় কোথায় দরকার। এ কাজে দেশের ভিতর সিনিয়ররা তো আছেনই। তরুণদের কথাও আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। ওরা নতুন বিশ্বদৃষ্টি নিয়ে বড় হচ্ছে। এত বড় আন্দোলনের পর ওদের সক্ষমতা নিয়ে নিশ্চয়ই আপনার মিনিমাম ডাউট থাকার কথা না।’