ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডের ‘পিঙ্ক’ সিনেমায় অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন। ‘থাপ্পড়’ সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়ান তাপসী। তারপরও বলিউড ইন্ডাস্ট্রিতে কিছুটা দূরত্ব বজায় রেখে চলেন তিনি। এজন্য বেশ কিছু কাজও তার হাতছাড়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী পান্নু বলেন, ‘এতে আমার কোনো অসুবিধা নেই। এটাই তো জীবনের শেষ কথা নয়। আর তার চেয়েও বড় কথা, জীবন খুব ছোট। নিজেকে সব সময় সেটা বলতে থাকি। আমি নিজের মতো করে জীবনযাপন করতে চাই।’ অভিনয় ক্যারিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন না তাপসী।