দেশের সমসাময়িক ঘটনা নিয়ে সামাজিকমাধ্যমে বেশ সরব রয়েছেন তারকারা। এখন যে যার মতো নিজেদের অভিমত জানাতে অপারগতা প্রকাশ করছেন না কেউই। চিত্রনায়িকা বর্ষার এক পোস্টে নাকি এমনই ‘হিউমর’ খুঁজে পেয়েছেন নেটিজেনরা। তবে কাদের নিয়ে হিউমার বা সার্কাজম করছেন তারা? যেখানে পোস্টগুলোতে কোনো নামই প্রকাশ করেননি। বর্ষা তাঁর পোস্টে লেখেন- ‘ভাত যখন রান্না করা হয়, কেউ চায় না ভাত পুড়ে যাক। মনের অজান্তেই পুড়ে যখন গন্ধ বের হয় তখন বোঝা যায় ‘ওহ ভাত পোড়া গন্ধ।’ পোড়া ভাত শুকনা মরিচ, লবণ, পিঁয়াজ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন কী স্বাদ। আর হ্যাঁ সবাই কিন্তু পোড়া ভাত খায় না।’ এ পোস্টের মন্তব্য ঘরে নেটিজেনদের মন্তব্য ছিল এমন- ‘নিশ্চয়ই শিশিরকে ইঙ্গিত করে লেখা?’। কেউ লিখেছেন- ‘এই প্রথম আপনার হিউমারের প্রেমে পড়লাম।’ একজনের মন্তব্য- ‘রাতে ঘুম হয়নি? এত কিছুর মধ্যে আপনি আসছেন পোড়া ভাত নিয়ে’। আরেকজন লেখেন- ‘এটা থেকে আমরা সাকিব আর শিশিরের বিষয় শিখতে পারলাম।’ আরেকজনের মন্তব্য ছিল এমন- ‘ইংলিশে লিখলে বুঝতাম, এইটা তো মাথার ওপর দিয়ে গেল।’