অভিনেত্রী জয়া আহসান তার সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বিষয়টি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। জয়া আহসান লেখেন, ‘কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি।’
আত্মবিশ্বাসী জয়া দেশের সব মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে লেখেন, ঢাকা থেকে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত জয়া আহসান। তা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘ঢাকা থেকে যে কোনো সাহায্যের জন্য আমি প্রস্তুত। আপনাদের কাছে আমার প্রার্থনা, যতটা পারি আমরা সবাই এগিয়ে এলে অনেকগুলো জান বেঁচে যাবে। প্রত্যেকটি প্রাণীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেই হবে। আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছে তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে জয়া আহসান লেখেন, ‘এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিংক শেয়ার করা হলো, যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করি।’ চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টে লেখেন, মনে করেন আমরা যুদ্ধে আছি। তাহলে কী করতাম? সবাই মিলে ঝাঁপিয়ে পড়তাম। তাহলে চলেন এখনো তাই করি। নৌ-সেনা-বিমান বাহিনীর ভাইবোনেরা, লেটস স্টেপআপ। রেসকিউ বোট-কার্গো বিমান যা কিছু আছে তা নিয়ে দ্রুত উদ্ধারের গতি বাড়াই চলেন। কথা বলে যা জানলাম, মানুষের এই মুহূর্তে প্রয়োজন রেসকিউ বোট। লাখো মানুষ উদ্ধার করা একটা হারকুলিয়ান টাস্ক। বাট লেটস ডু ইট। দুর্গত এলাকার কাছে-দূরে যেখানে যত স্পিডবোট- ইঞ্জিন নৌকা আছে, সেগুলো নিয়া ঝাঁপিয়ে পড়ি চলেন। কিন্তু লাইফ জ্যাকেট না নিয়ে কেউ যাবেন না দয়া করে। বিপদ আমাদের কেবল একতাবদ্ধই করবে। নো ওয়ান ক্যান ব্রেক আস। সংগীতশিল্পী ফেসবুক পেজে আসিফ লেখেন, বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগত, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবিলা করব। ইনশা আল্লাহ। নির্মাতা অমিতাভ রেজা লেখেন, নির্লজ্জের মতো এখনই সব দাবি নিয়ে না দাঁড়াই, আগে দেশ বাঁচাই, এরকম বন্যা দেখেনি বাংলাদেশ। অন্যকে দাঁড়াতে না বলে নিজে দাঁড়ান। প্যানিক করবেন না, বর্তমান সরকারকে সাহায্য করেন। বন্যার্ত শিশুর ভাইরাল হওয়া ছবিটি শেয়ার করে পরী লেখেন, আল্লাহ! কী করব আমি! বুকের ভিতর দুমড়েমুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কী করে ঘুমাবো! আল্লাহ তুমি সহায় হও। কেউ নেই আর এখন। আমি যাব। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশা আল্লাহ। একই ছবি জায়েদ খান শেয়ার করে লেখেন, কোনোভাবেই সহ্য করার মতো না। এটা দেখার পর মানুষ কীভাবে থাকে। বুকের ভিতরটা কাঁদছে যতবার দেখছি। আল্লাহ আপনি এই মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব বন্যাবাসী মানুষকে হেফাজত করেন। অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম প্রসূন আজাদ ফেসবুকে লিখেছেন, ‘আমার টাকা নেই; কিন্তু প্রচুর কাপড় আছে। নিজের, আমার ছেলের, ব্যবসার। যদি কেউ পুরনো এবং নতুন কাপড়গুলো পৌঁছে দিতে পারেন, আমাকে জানাবেন। অনেক মানুষ হয়তো এখনো এক কাপড়ে আছেন। দুধের শিশু ও তাদের মায়েদের জন্য ভেজা কাপড়ে থাকা খুবই বিপজ্জনক।’ বুবলী বলেন, মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। অভিনেতা ইরফান সাজ্জাদ, স্পিড বোট ও খাবার পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিনেতা। তাসনিয়া ফারিণ, নিরব, ইয়াশ রোহানসহ অনেকে তাদের পোস্টগুলোতে উদ্ধারকারী বিভিন্ন দলের মোবাইল নম্বর এবং সংকটাপন্ন মানুষের ঠিকানাও দেখা যাচ্ছে।
সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা লিখেছেন, সবাই যে যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করুন প্লিজ। তমা মির্জা সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন। এ ছাড়া অভিনেত্রী নাদিয়া আহমেদ, সাদিয়া আয়মান, মনিরা আক্তার মিঠুসহ অনেক তারকা বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বন্যার্তদের জন্য ত্রাণ সাহায্য পাঠিয়েছেন অভিনেতা ডিপজল ও অন্তু করিম। কণ্ঠশিল্পী ধ্রুব গুহ লিখেছেন, বন্যাকবলিত এলাকার জানমাল রক্ষায় পরম করুণাময় সৃষ্টিকর্তা সহায় হোন।’
এ ছাড়া ত্রাণ সহায়তার সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন পূর্ণিমা, মাহিয়া মাহি, তানভিন সুইটি, তানজিকা আমিনসহ অনেকে। অভিনেতা ইরেশ যাকের, সবার অনুদান যেন যথাযথ ও বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর হাতে পৌঁছে সে ব্যাপারে সতর্ক করেছেন এই অভিনেতা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢালিউডের এক নম্বর হিরো শাকিব খানকে সরব হতে দেখা যায়নি। সাহায্যের জন্য স্থানীয় এবং সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বুবলী। বন্যাদুর্গত অন্য অঞ্চলের প্রতি সহানুভূতি জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি লেখেন, আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।
নাজিয়া হক অর্ষা লেখেন, আসুন, আমরা সবাই সবার পাশে দাঁড়াই। পোস্টে সাফা কবির লিখেছেন, ‘নতুন জোয়ারে সব সংস্কার করে ফেলা যাবে কিন্তু এই বন্যার পানির জোয়ারে আগে মানুষগুলোকে বাঁচানো দরকার। এই মানুষগুলোই দেশ গড়বে। সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধার কাজ বিষয়ে যে কোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’।’