শুটিংয়ে বা ঘুরতে গিয়ে আগেও পাহাড়ে যেতেন মৌসুমী। গভীর পাহাড়ে কখনোই যাওয়ার সময় হতো না। ট্রেকিং তো দূরের কথা, এ নিয়ে মন খারাপও হতো। মনে হতো, প্রকৃতির অনেক কিছুই দেখা হলো না। সেই আফসোস দূর হয় চিত্রনাট্যকার সাইয়িদ রানার সঙ্গে প্রেমের সম্পর্কের পরে। বিয়ের পরে মৌসুমী জানতে পারেন, সাইয়িদ ট্রেকিং করতে ভালোবাসেন। এরপর শুরু হয় দুজনের পাহাড়প্রেম। ঘুরতে গেলেই এখন পাহাড়ি প্রকৃতিই প্রথম পছন্দ। এবারও সঙ্গে ছিলেন স্বামী। মৌসুমী হামিদ বলেন, ‘সময় পেলে তাই প্রকৃতির সান্নিধ্যে কাটাই। প্রকৃতির সান্নিধ্যে আমাদের প্রেমেরও শুরু। এবারও শুটিংয়ের পাশাপাশি বান্দরবানের অনেক নতুন জায়গায় গেছি। আলাদা করে ট্রেকিং করার দরকার হয়নি।’ গত সোমবার বিকালে বান্দরবানে পাহাড়ে বসে ছিলেন মৌসুমী।