এ সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠতারকা ঐশী। পেশায় চিকিৎসক হলেও গায়িকা হিসেবে সমাদৃত। এ বন্যা পরিস্থিতিতেও নিয়মিত এলাকার খোঁজখবর নিচ্ছেন। যখন যেটা দরকার পড়ছে ঢাকা থেকে পাঠাচ্ছেন। বন্যার্তদের চিকিৎসায় ঐশীর টিম নিপসম বন্যাদুর্গত এলাকাগুলোতে আছে। নতুন কাজ নিয়ে তিনি বলেন, ‘শুরু যেহেতু করেছি একটা রেজাল্ট তো আসবেই। বড় চমক অপেক্ষা করছে শ্রোতাদের জন্য। তারা নতুন এক ঐশীকে পাবে। শিল্পী তো বটেই, সুরকার-কম্পোজার হিসেবেও অন্যরকম এক গান নিয়ে হাজির হব শিগগিরই।’