সিনেমায় কাজ করা নিয়ে মুখ খুলেছেন ছোট পর্দার অভিনেত্রী তটিনী। তিনি বলেন, আমার কাছে সিনেমায় কাজ করা অনেক বড় স্বপ্ন। কিন্তু বড় পর্দার জন্য অনেক প্রস্তুতি নিতে হয়। অভিনয়ের দক্ষতা বাড়াতে হয়। সিনেমায় কাজ করতে হলে সব বিষয়েই অভিজ্ঞতা থাকতে হয়। তাহলেই ভালো একটি সিনেমা উপহার দেওয়া যায়। অভিনেত্রী আরও বলেন, অনেকেই নামেমাত্র সিনেমা করেন। এসব করে কোনো লাভ নেই। সিনেমার জন্য অনেক প্রস্তাব পাই। তবে সবই নিষেধ করে দিয়েছি। কারণ আমার ইচ্ছা, ভালোভাবে প্রস্তুতি নিয়েই সিনেমা করার। ভালো গল্প বাছাইয়ের বিষয়ে তিনি বলেন, আমি সবসময় আগে স্ক্রিপ্ট মন দিয়ে পড়ি। নাটকের স্ক্রিপ্ট পড়লে সবকিছু বোঝা যায়। যে গল্পটা আমাকে টানছে সেই কাজটাই করার চেষ্টা করি। কারণ, একটি ভালো কাজের পেছনে অভিনয় যেমন দরকার, তেমন ভালো গল্পেরও দরকার। এ দুইয়ের সমন্বয়ে একটি ভালো প্রোডাকশন তৈরি হয়। স্বল্প সময়ের ক্যারিয়ারে আলোচনার শীর্ষে থাকায় নিজেকে ভাগ্যবতী মনে করেন তটিনী। অভিনেত্রী বলেন, আমি অনেক ভাগ্যবতী। এই যে অল্প সময়েই আমার অবস্থান তৈরি করে নিতে পেরেছি, এ নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট।