মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। ক্যারিয়ারের প্রথম সিনেমায় নায়ক হিসেবে পেয়েছিলেন শাকিব খানকে। ‘বলো না তুমি আমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শখ। শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এ অভিনেত্রী। শখ বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুর দিকে শাকিব ভাইয়ার সঙ্গে একটা কাজ করেছিলাম। তাঁর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ ভালো। তিনি ভীষণ ভালো একজন মানুষ। তিনি বড় একজন সুপার স্টার, তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়া অনেক হেল্প করেছেন। তিনি জানেন কীভাবে হেল্প করলে অভিনয় বের করা যাবে। আমার লাউড ডায়ালগ ডেলিভারি করা দরকার ছিল। আমি আস্তে আস্তে ডায়ালগ ডেলিভারি দিয়েছিলাম। তখন শাকিব ভাইয়া আমাকে বলেছিলেন, ‘শখ তুমি যদি আর একটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে এবং আমাদের ফিল্মের মতোই হবে।’ ব্যাংককে শাকিবের সঙ্গে শুটিং করতে গিয়ে মজার ঘটনা ঘটেছিল। সেই ঘটনা উল্লেখ করে শখ বলেন, “শাকিব ভাইয়া মানুষকে ভয় দেখাতে পছন্দ করেন। ব্যাংককে শুটিং করার একটা স্মৃতি মনে পড়ছে। ভাইয়ার সি-ফুড পছন্দ। তিনি খাচ্ছিলেন। আমাকে বললেন, ‘শখ তুমিও খেতে পারো।’ আমার আম্মুকে অফার করলেন। ওটার মধ্যে স্নেইল ছিল; আমি কখনো স্নেইল খাইনি। ভাইয়া ইচ্ছা করে ওটার মধ্যে আরও বেশি করে অ্যাড করে দেন। আমি তো জানতাম না। আমার সামনে যখন নিয়ে এলো তখন বললেন, ‘ভালো করে নেড়ে দেখো তো।’ আমি নেড়ে দেখি ওর মধ্যে অনেক স্নেইল। আমি তো চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি অবস্থা। তখন ভাইয়া বললেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। দেখোনা আমি খাচ্ছি।’ এমন অনেক মজার ঘটনাই রয়েছে।”
শিরোনাম
- মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- যুক্তরাষ্ট্রে ওপেন এআইয়ের তথ্য ফাঁসকারী ভারতীয় যুবকের রহস্যজনক মৃত্যু
- ‘ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত’
- সুশাসন নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে : মঞ্জু
- সোনারগাঁয়ে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ
- বুদ্ধিজীবী কবরস্থানে কবি হেলাল হাফিজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- গাজীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
- ‘ভালো ছাত্রছাত্রী হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি’
- টি-টোয়েন্টি সিরিজের আগে পরিকল্পনা জানালেন সৌম্য
- বশেমুরকৃবিতে শ্রদ্ধায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ
- কোম্পানীগঞ্জে জামায়াত-শিবির নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ
- কলাপাড়ায় বাসের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু
- বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু নোভা
- ‘মিথ্যা খবর’ প্রচারের অভিযোগে নাইজারে বিবিসির সম্প্রচার স্থগিত
- লক্ষ্মীপুরে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- নানা নাটকীয়তার পর অভিশংসিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
- মোরেলগঞ্জে মহিলাদলের কর্মীসভা
- ইমাদ-আমিরের অবসর, যা বলছে পিসিবি
- ব্যাটেও ধার নেই: আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হচ্ছে সাকিবের বোলিং?