অপূর্ব। নাটকে এখনো এই সময়ের শীর্ষ অভিনেতা বা জনপ্রিয় তিনি। দেশের বাইরেও সমান জনপ্রিয়। অপূর্ব অভিনয়কে পেশা হিসেবে নিয়ে মনেপ্রাণে কাজ করে গেছেন। বিগত দেড় যুগ ধরে রাজত্বই করেছেন। পরবর্তীতে ওটিটি প্লাটফরমেও অপূর্ব অভিনীত কন্টেন্ট দর্শককে মুগ্ধ করেছে। অপূর্ব বলেন, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, তারপর আমার বাবা-মায়ের কাছে ঋণী। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার প্রথম বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ ভাইসহ দেড় যুগের এই পথচলায় যারা আমাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন তাদের প্রতি।