অভিনেত্রী তানজিন তিশা। এবার আরও একটি নতুন চরিত্র নিয়ে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি নতুন একটি নাটকের কাজ শুরু করেছেন এ অভিনেত্রী। নাম ‘বিউটি কুইন’। তিশা সেখানে প্রধান চরিত্রে তথা বিউটি কুইন বা রূপসজ্জাকারীর ভূমিকায় অভিনয় করেছেন। একটি বিউটি পারলারে কাজ করা এক তরুণীর যাপিত জীবনকে ঘিরেই এ নাটকের গল্প। ‘বিউটি কুইন’-এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এখানে তিশার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। সম্প্রতি চ্যানেল আই প্রাইমে নাটকটি দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তিশা বলেন, ‘অসংখ্য নাটকে গ্ল্যামার চরিত্রে অভিনয় করেছি। দর্শকের ভালোবাসা কুড়িয়েছি অনেক। তারপরও আত্মতৃপ্তির অভাব বোধ করেছি সব সময়। মনে হয়েছে, পরিপূর্ণ শিল্পী হয়ে উঠতে হলে সেসব মানুষের গল্পই পর্দায় তুলে ধরা উচিত যাদের আমরা প্রতিনিয়ত দেখি; কিন্তু তাদের জীবনের গল্পটা পুরোপুরি জানা হয়ে ওঠেনি।