শিল্পীদের মধ্যে ঝগড়া-বিবাদ নতুন নয়। সমালোচকরা বলেন, বলিউডের নায়িকাদের মধ্যে বেশির ভাগের সম্পর্কই নাকি মেকি। দেখা হলে তারা হাসি বিনিময় করেন সত্যি, তবে তা নাকি নিছকই লোকদেখানো। এমন কয়েকজন নায়িকার কথা তুলে ধরেছেন - আলাউদ্দীন মাজিদ
প্রিয়াঙ্কা চোপড়া-ক্যাটরিনা কাইফ
প্রিয়াঙ্কা আর ক্যাটরিনার ঝামেলার শুরু একই অনুষ্ঠানের শো-স্টপার হওয়া নিয়ে। সেই অনুষ্ঠানে শেষ শো-স্টপার হতে চান ক্যাটরিনা। কিন্তু প্রিয়াঙ্কা মনে করেন, শেষ ঝলক দেখানোটা তারই প্রাপ্য। সেই থেকে মনোমালিন্যের সূত্রপাত। অবশ্য ওই শোতে ক্যাটরিনাই শেষ শো-স্টপার হয়েছিলেন।
ক্যাটরিনা কাইফ-আনুশকা শর্মা
আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফের মেকআপ আর্টিস্ট একজনই। লন্ডনে একটি শুট ছিল আনুশকার। তাই ১৫ দিনের জন্য মেকআপম্যানকে তার সঙ্গে নিতে চেয়েছিলেন। সেই খবর জানার পর চটেছিলেন ক্যাটরিনা, যেতে দেননি আনুশকার সঙ্গে। আনুশকাও বেজায় রেগেছিলেন।
ঐশ্বরিয়া রায়-রানী মুখার্জি
‘চলতে চলতে’ সিনেমার আগে এই দুই নায়িকার সম্পর্ক বেশ ভালোই ছিল। বলা হয়ে থাকে, এ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয় করার কথা ছিল। তবে তার জায়গায় নেওয়া হয় রানীকে। এতে চটে যান ঐশ্বরিয়া। তা ছাড়া শাহরুখ খান ও রানীর বেশ সুসম্পর্ক ছিল। সেই থেকে এই দুজন দূরত্ব বজায় রাখেন।
কঙ্গনা রানাউত-প্রিয়াঙ্কা চোপড়া
মধুর ভান্ডারকারের ‘ফ্যাশন’ সিনেমায় কঙ্গনা রানাউত ও প্রিয়াঙ্কা চোপড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। ছবি মুক্তির আগে সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু মুক্তির পরেই বাধে বিপত্তি। গণমাধ্যমকর্মীরা জিজ্ঞেস করেন, এই সিনেমার লিড নায়িকা কে? প্রিয়াঙ্কা বলেন, তিনি প্রধান, কঙ্গনা নন। প্রিয়াঙ্কার বিবৃতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান কঙ্গনা।
বিপাশা বসু-কারিনা কাপুর
অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে নায়িকা বিপাশা বসুর মনোমালিন্যের গুঞ্জন সবার জানা। ঘটনার সূত্রপাত ‘আজনাবি’ সিনেমার সেটে। আবেদনময়ী লুক আর সারল্যের কারণে সবার নজর থাকত বিপাশার দিকে, সেটাই সহ্য করতে পারতেন না কারিনা। সেটে একবার বিপাশাকে ‘কাল্লি বিল্লি’ (কালো বিড়াল) ডেকে বসেছিলেন কারিনা। আর চটে যান বিপাশাও। কে-ই বা সহ্য করবে এই তকমা।
সোনম কাপুর-ঐশ্বরিয়া রাই
কান চলচ্চিত্র উৎসবে একই ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে হাজির হয়েছিলেন সোনম কাপুর ও ঐশ্বরিয়া রাই। ওই সময় ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করেন সোনম। আর তাতেই ক্ষিপ্ত হয়ে সোনমের সঙ্গে লালগালিচায় হাঁটতে অস্বীকৃতি জানান ঐশ্বরিয়া। এরপর থেকে দুজনই পরস্পরকে এড়িয়ে চলেন।
কারিনা কাপুর-প্রিয়াঙ্কা চোপড়া
এ দুই তারকার ঝামেলার সূত্রপাত ‘এইতরাজ’ সিনেমা থেকে। করণ জোহরের টিভি শো ‘কফি উইথ করণ’-এ একবার কারিনাকে জিজ্ঞেস করা হয় ‘বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে’ নিয়ে কিছু বলতে। কারিনা উত্তর দেন, ইন্ডাস্ট্রিতে মিসেস চোপড়ার অস্তিত্ব আছে কী না, তা তার জানা নেই। তবে সম্প্রতি একই শোতে দুজনকে একসঙ্গে দেখা যায়।
সোনম কাপুর-দীপিকা পাড়ুকোন
সোনম ও দীপিকা অনেকের কাছে ফ্যাশন আইকন। একই বছর ‘ওম শান্তি ওম’ দিয়ে দীপিকা ও ‘সাওয়ারিয়া’ দিয়ে সোনম বলিউডে পা রাখেন। ‘ওম শান্তি ওম’ বক্স অফিসে ভালো আয় করে, কিন্তু ‘সাওয়ারিয়া’ ব্যর্থ হয়। আর এতেই সোনমের ইগোতে আঘাত লাগে। একজন আরেকজনকে এড়িয়ে চলতে শুরু করেন।