জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর জুরিবোর্ড পুনর্গঠন করা হয়েছে, যেখানে স্থান পেয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, গতকাল জানা গেল এই বোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনারা জানেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে। এটার সময়ও কম। এই সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার-বিশ্লেষণ করা সময় সাপেক্ষ বিষয়। বর্তমানে আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তাই এই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে সময় দিতে পারব না সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে।’