‘আরও একটা লিয়ার’ মঞ্চে নিয়ে আসছেন বর্ষীয়ান গায়ক অঞ্জন দত্ত। তবে স্পষ্ট করে দিয়েছেন, এটা তার শেষ নাটক। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন? এ বিষয়ে গণমাধ্যমেকে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জন দত্ত বলেন, ‘নভেম্বরে যখন নাটকটা করব ৭১ বছর বয়স হয়ে যাবে। আমি নিজেকে শুধু পরিচালক হিসেবে দেখি না, নাটকে নিজে অভিনয় করি।’ তিনি বলেন, ‘৭১ বছর বয়স হচ্ছে বলে যে আমি ছবি করা বন্ধ করছি তা নয়। মঞ্চে দাঁড়িয়েই গানের শো করছি। কিন্তু নাটক করতে গেলে শারীরিক দিক থেকে যে পরিশ্রম করতে হয়, সেটা আমি ৭১ বছর বয়সের পর পারব বলে মনে হচ্ছে না। তাই ভাবলাম, সিদ্ধান্তটা নিয়ে নিই।’ সিনেমার শুটিং নিয়ে অবশ্য তার কোনো ক্লান্তি নেই। এ গায়ক বলেন, তাই সবদিক বিচার করে মনে হলো, এটাই শেষ নাটক হলে ভালো হয়।’