বিশাল মেলা বসেছে, উৎসুক মানুষে উৎসবমুখর মেলা টইটম্বুর। মেলায় এলেন শাকিবের নায়িকা সোনাল চৌহান। ছবির এ দৃশ্যে মেলায় তিনি হারিয়ে যাবেন। হঠাৎ লাপাত্তা তিনি, কোথাও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই তাঁকে পাগলের মতো খুঁজছে। না, সত্যি কোথাও নেই তিনি। কী হলো চৌহানের। একসময় দেখা গেল শুটিং ইউনিট আসলেই চৌহানকে খুঁজে পাচ্ছে না। সবাই শঙ্কিত-আতঙ্কিত। এমন দুর্গম অঞ্চলে কোনো অঘটন ঘটল কি না সেই ভাবনায় অস্থির সবাই। ছবির নির্মাতা উদ্বিগ্ন অনন্য মামুনও তাঁকে খুঁজতে বের হয়ে পড়লেন। অবশেষে তাঁর দেখা মিলল কাছাকাছি একটি মন্দিরের পেছনে। সেখানে বসে তিনি পূজা করছেন। সবার উদ্বেগের মাঝেও চৌহান ছিলেন ভাবলেশহীন। তাঁর এমন ভাব, যেন কিছুই হয়নি। এ ছবির প্রতিভাবান নির্মাতা অনন্য মামুনের কাছে জানতে চাইলে তিনি হেসে বলেন, জি ভাই এমন অনেক অভিজ্ঞতাই তো আছে এ ছবির নির্মাণের সময়। যেমন ছবিটি নির্মাণ হচ্ছিল বাংলা ও হিন্দি এ দুই ভাষায়। মুশকিলের ব্যাপার হলো, শাকিব ভালো হিন্দি আর চৌহান বাংলা বোঝেন না। তাই দুজনকে দুই ভাষা বোঝানোর জন্য দুজন ভাষা পারদর্শী নিয়োগ করা
শাকিব-চৌহানকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন নির্মাতা অনন্য মামুন
হলো। কাজ করতে করতে একসময় দেখা গেল শাকিব ও চৌহান একজন আরেকজনের সঙ্গে ভাঙা ভাঙা হিন্দি ও বাংলা ভাষায় কথা বলছেন। আবার একজন আরেকজনকে একে অপরের ভাষা শেখাচ্ছেন। বাংলাদেশ প্রতিদিনকে অনন্য মামুন আরও বলেন, শাকিব ও চৌহান দুজনই এ ছবিতে কাজ করতে গিয়ে প্রচ- পরিশ্রম করেছেন। যেমন কখনো তারা ৮-১০ ঘণ্টাও না খেয়ে শুটিং করে গেছেন। খেলেও শুটিং স্পটে বসেই খেয়েছেন। তাদের জন্য নির্ধারিত গাড়ি ভ্যানিটি ভ্যানেও যাননি। অনন্য মামুন জানান, আজ বৃস্পতিবার ছবিটির সেন্সর শো হওয়ার কথা রয়েছে। সেন্সর ছাড়পত্র পেলেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে টিজার প্রকাশ করে দর্শকদের চমকে দিয়েছেন ‘দরদ’ সিনেমার পরিচালক অনন্য মামুন। কেননা সিনেমাটিতে রহস্যময় এক চরিত্রে ধরা দিয়েছেন শাকিব খান। ‘দরদ’-এর টিজারে কখনো বোকা, কখনো পাগল, কখনো প্রেমিক আবার কখনো খুনিরূপে ধরা দিয়েছেন শাকিব। ১ মিনিট ২৪ সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে- এক সিরিয়াল খুনিকে খুঁজছে পুলিশ। শেষ পর্যন্ত সে খুনিকে পুলিশ ধরতে পারবে কি না সেই প্রশ্ন দর্শকদের কাছে ছুড়ে দেওয়া হয়েছে। রহস্যকে আরও জটিল করেছে টিজারে থাকা শাকিবের একটি ডায়ালগ। টিজারের একেবারে শেষে ‘আমি তাহলে জিতেই গেলাম’ বলে রহস্যময় হাসি হাসেন শাকিব। যা এরই মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে নেটিজেনদের মাঝে। ‘দরদ’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। আরও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে। কাহিনি ও চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা অনন্য মামুন নিজেই। তিনি জোর দিয়ে বলেন, এ ছবিটি শাকিবের অভিনয়জীবন অন্য মাত্রা ও অনন্য উচ্চতায় নিয়ে যাবে।