২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। যে ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। সেই ‘আদম পরিবারের’ সুইসাইডের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজ নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এর নাম ‘চক্র’। তবে সেই রহস্যজনক ঘটনাকে পর্দায় আনার পর অবশেষে মুক্তি পাচ্ছে সেই কনটেন্ট ‘চক্র’। আগামী ১০ অক্টোবর আই-স্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি। এর প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব।