বর্তমান সময়ের জনপ্রিয় নায়কের মধ্যে অন্যতম শরীফুল রাজ। মূলত র্যাম্প মডেলিং থেকে সিনেমায় আসেন শরীফুল রাজ। বিজ্ঞাপনেও কাজ করেছেন। ‘আইসক্রিম’ এরপর ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘গুণিন’, ‘হাওয়া’, ‘দামাল’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা বনে যান এ মডেল কাম অভিনেতা। এরপর ‘দেয়ালের দেশ’, ‘কাজলরেখা’ এবং ‘ওমর’ ছবিগুলো দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। ইন্ডাস্ট্রিতে রাজের রাজত্ব প্রসঙ্গ আসতেই তাঁর সহাস্যে উত্তর- ‘আমার যা হইছে, সেটা হচ্ছে খুবই দুর্ঘটনাবশত; যেমন মহামারির পর আমি ভাবিনি যে আমি আবার সিনেমা করব। ভেবেছি সিনেমার ক্যারিয়ার গেল, আবার কখনো উঠে দাঁড়াবে কি না চলচ্চিত্র ইন্ডাস্ট্রি? তবে এরপর আমার সিনেমাগুলো ভালো গেছে। ‘পরাণ’ সিনেমা ভালো গেল, ‘হাওয়া’ ভালো গেল, ‘দামাল’, ‘দেয়ালের দেশ’, ‘কাজলরেখা’ এবং ‘ওমর’ মানুষ দেখল। সবকিছু মিলিয়ে আমার প্রাণচাঞ্চল্যও ফেরত এসেছে। যেহেতু সব সিনেমারই পুরো প্রচারে আমি ছিলাম। এখন মানুষ সিনেমা হলে এসে সিনেমা দেখছে, এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার।’ নতুন খবর হচ্ছে, তুফান ঝড়ের পর ‘লায়ন’ শিরোনামে চলতি বছরের শেষে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফী। যেখানে নায়ক হিসেবে থাকবেন বাংলাদেশের শরিফুল রাজ। তবে চমক অন্যখানে। এ সিনেমায় রাজের সঙ্গে থাকছেন পশ্চিমবঙ্গের নায়ক জিৎ। যে খবরটি নিজেই নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী। ‘লায়ন’ সিনেমা প্রসঙ্গে রায়হান রাফী বলছেন, ‘লায়ন’ ২০২৫-এর রোজার ঈদে মুক্তি পাবে। এটি হবে অ্যাকশন বেইজ সিনেমা। এ সিনেমার বেশির ভাগ শুটিং হবে উত্তাল সাগরের বুকে। নায়ক-ভিলেনের সিনেমা নয় এটা, এখানে জিৎ-রাজ দুজনই সমান্তরাল নায়করূপে থাকছেন। ‘লায়ন’ যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে। ভারত থেকে থাকছে স্যাডো ফিল্মস। বাংলাদেশ থেকে থাকছে আরও দুটি প্রোডাকশন হাউস। নায়িকারা থাকছেন ঢালিউড থেকে। সেটিও শিগগিরই জানান দেবে নির্মাণ পক্ষ। এদিকে নির্মাতা হিমু আকরামের সিনেমা ‘আলতাবানু জোছনা দেখেনি’তে স্বস্তিকা মুখার্জি-ভাবনার সঙ্গে রয়েছেন শরীফুল রাজ। হিমু আকরামের সিনেমাটি নিয়ে আগেই জানা গিয়েছিল, এ সিনেমায় শরিফুল রাজ একাই অভিনয় করবেন তিনটি চরিত্রে। চরিত্র তিনটির নাম- প্রেমচাঁদ, সুজন মিয়া ও মইনুল হোসেন। এটা আসলে এক মানুষের তিনটি রূপ। একটার সঙ্গে আরেকটার মিল নেই কোনো, তিন সময়ের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এ ডার্ক থ্রিলার। তবে ‘প্রিয়তমা’ ইধিকা পালের প্রিয়তম হিসেবে নতুন আরেকটি সিনেমায় রাজের কাজের কথা থাকলেও সেটি এখন ধোঁয়াশার মধ্যে। সিনেমাটির নাম ‘সাহেব।’ এর আগে প্রযোজক আরশাদ আদনান তার জন্মদিনে এ সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন।
শিরোনাম
- কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা
- অপহৃত ২ বাংলাদেশিসহ ৪ রোহিঙ্গাকে ফেরত দিল আরাকান আর্মি
- টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা প্রচারে রামপালে সমাবেশ
- বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেফতার
- নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
- খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
- হেফাজতে ইসলামের খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন
- ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা
- দখল-চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : গণতন্ত্র মঞ্চ
- পুলিশকে মারপিটে উসকানির অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
- কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে নবীউল্লাহ নবীর মতবিনিময়
- ‘স্বৈরাচার শেখ হাসিনা ভারতের দালাল’
- অগ্নিকাণ্ড প্রতিরোধে কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ
- ফরিদপুরে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদ যুবদলের
- ‘খুনি হাসিনা দেশ থেকে পালালেও ষড়যন্ত্র এখনও শেষ হয়নি’
- পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের নতুন কর্মসূচি ঘোষণা
- চট্টগ্রামে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
- ‘হাসিনা ভারতের পুতুল, যেভাবে নাচায় সেভাবে নাচে’
- মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে : গভর্নর
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪
রাজের রাজত্ব চলছেই...
পান্থ আফজাল
আমার যা হইছে, সেটা হচ্ছে খুবই দুর্ঘটনাবশত; যেমন মহামারির পর আমি ভাবিনি যে আমি আবার সিনেমা করব। ভেবেছি সিনেমার ক্যারিয়ার গেল, আবার কখনো উঠে দাঁড়াবে কি না চলচ্চিত্র ইন্ডাস্ট্রি? তবে এরপর আমার সিনেমাগুলো ভালো গেছে। ‘পরাণ’ সিনেমা ভালো গেল, ‘হাওয়া’ ভালো গেল, ‘দামাল’, ‘দেয়ালের দেশ’, ‘কাজলরেখা’ এবং ‘ওমর’ মানুষ দেখল। সব মিলিয়ে আমার প্রাণচাঞ্চল্যও ফেরত এসেছে...
এই বিভাগের আরও খবর