এক্সট্রা শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ভিলেন এবং পরে অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন জসিম। শুরুতে মাত্র ১০ টাকা পারিশ্রমিক পেতেন। তাঁকে শাবানার বিপরীতে নায়ক হিসেবে প্রথম সুযোগ দেন নন্দিত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। দেলোয়ার জাহান ঝন্টু জানান, ‘একবার জসিমের বাসায় বসে আছি। জসিম বললেন, ‘ঝন্টু ভাই আমি এক্সট্রা শিল্পী হিসেবে অভিনয় করছি। আমাকে একজন বড় পরিচালক বলেছেন, কালকে বিকালে আপনার শুটিং আছে। তিনি এফডিসিতে যেতে বলেছেন। আমি জানতে চাইলাম, আমার শট কী? তিনি জানালেন, সিনেমার নায়িকা শাবানাকে তোমার কাঁধে তুলে বসের (মেইন ভিলেন) সামনে রাখতে হবে। এটাই তোমার শট। এত বড় নায়িকাকে কাঁধে তুলব। এটা আমার জন্য বিরাট বিষয়। পরদিন সকালে বাজারে গিয়ে তিনটি লাক্স সাবান কিনেছি। শেভের পর ভালো করে গোসল করেছি। দুপুরে আবার গোসল করেছি। যাতে করে আমার শরীর থেকে কোনো গন্ধ-টন্ধ না বের হয়।’ শুনে আমি বললাম, ‘আপনাকে আমি একটা সারপ্রাইজ দেব। পরশু দিন নতুন একটা সিনেমায় আপনাকে নিচ্ছি। এরপর জসিম শুটিংয়ে এলেন। শাবানাকে বললাম, আপনার ডায়ালগ ‘আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার প্রথম প্রেম।’ তিনি বললেন, ক্যামেরা রেডি করেন। আমি ডায়ালগ দিচ্ছি। আলমগীরকে ডাকেন। আমি তখন জসিমকে সামনে দাঁড় করিয়ে বললাম, ‘ম্যাডাম শট দেন।’ শাবানা আমার দিকে তাকালেন। আমি শাবানাকে পাশে নিয়ে গিয়ে বললাম, ‘ম্যাডাম, আমি আলমগীরের সঙ্গে আপনাকে রাখিনি, জসিমের সঙ্গে রেখেছি। এটা আমার ঠিক হয়নি। আপনি যদি বলেন, আমি ‘সরি’ বলব।’ তখন শাবানা বললেন, ‘না সরি বলার দরকার নেই চলেন।’ এদিকে শাবানার সামনে দাঁড়িয়ে জসিমও হতবাক। কারণ জসিম কিছুই জানেন না। এরপর শাবানা জসিমের হাত ধরে বললেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ জসিম সঙ্গে সঙ্গে বললেন, ‘এই ক্যামেরা কাট কাট। এটা ভুল হচ্ছে।’ আমার কাছে এসে জসিম বললেন, ‘ম্যাডাম আমারে কী কইতাছে?’ আমি বললাম, ‘চুপ থাকেন ওখানে যান।’ আমাকে টান দিয়ে ফ্লোরের বাইরে নিয়ে বললেন, ‘ভুল হইতাছে না তো।’ আমি বললাম, ‘আরে না, ভুল হচ্ছে না। এটাই। আমি তাঁর সঙ্গে আপনাকে রেখেছি।’ শুনে সঙ্গে সঙ্গে আমার পায়ে হাত দিয়ে সালাম করলেন। এ সিনেমা মুক্তির পর দারুণ হিট হয়েছিল।’ দেলোয়ার জাহান ঝন্টু জসিমকে ‘ওমর শরীফ’ সিনেমায় প্রথম নায়ক হিসেবে কাস্ট করেন। তারপর জসিমকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন এ নায়ক।
শিরোনাম
- বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল ওয়েস্ট ইন্ডিজ
- শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা উপদেষ্টা আসিফের
- রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা
- এদেশের অর্থ-সম্পদ লুণ্ঠন করছে ফ্যাসিস্ট সরকার: গিয়াসউদ্দিন
- প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- হোয়াইটওয়াশ এড়াতে ৩২১ রান সংগ্রহ বাংলাদেশের
- ঢাকা-জয়দেবপুর রুটে চালু হচ্ছে চার জোড়া কমিউটার ট্রেন
- ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা
- পৌষের আগেই জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামার আভাস
- আমরা আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না : ডিবিপ্রধান
- ব্যর্থ লিটন, ২৬ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে বাংলাদেশ
- ছাত্র-জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই : মঈন খান
- ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া আরিয়ানকে বাঁচানো গেল না
- কুষ্টিয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লঙ্কান ক্রিকেটার ডিকভেলা
- সিরিয়ার নৌঘাঁটি থেকে সরে যাচ্ছে রাশিয়ার যুদ্ধজাহাজ
- সর্বকনিষ্ঠ দাবাড়ু বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ
- অভিযানে বাধা, কুষ্টিয়ায় ১০ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা
- ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি
- বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি কষ্ট দেয়, দায় আমাদেরই : অনির্বাণ
প্রকাশ:
০০:০০, শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
শাবানার সঙ্গে অভিনয়
দুবার গোসল করেন জসিম
শোবিজ প্রতিবেদক
এই বিভাগের আরও খবর