অভিনেতা আবদুন নূর সজল। মডেল হিসেবে শোবিজে পা রাখা এ তারকা টিভি নাটকের পাশাপাশি সিনেমা ও ওটিটিতে কাজ করে যাচ্ছেন সমানতালে। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে অনেক প্রশংসা পেয়েছেন। সম্প্রতি কাজ করেছেন একটি নাটকে। এ নাটকের নাম ‘ভাই প্রেমে পড়ছে’। নাটকটির গল্প রেজওয়াদুদ মাহিনের। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এরই মধ্যে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। নাটকটি প্রকাশের পর দর্শক সাড়ায় বেশ উচ্ছ্বসিত সজল। তিনি বলেন, ‘রোমান্টিক গল্পে কাজ করতে সবসময়ই আমি স্বস্তিবোধ করি। এ নাটকটিও তেমনি। খুব মজা করে এর কাজ করেছি। আমার চরিত্রটাও দারুণ। এ চরিত্রকে কেন্দ্র করেই নাটকের গল্প। মূল চরিত্রে কাজ করা সবসময়ই চ্যালেঞ্জিং। কারণ সাফল্য- ব্যর্থতা দুটোর ভার বহন করতে হয়। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এ নাটকের শুটিং করতে গিয়েই মনে হচ্ছিল দর্শক এটি পছন্দ করবেন। অবশেষে দর্শক সাড়া দেখে আমি আনন্দিত।’