আগামী ২ নভেম্বর আজব কারখানার আয়োজনে অনুষ্ঠিত হবে কনসার্ট ‘গানওয়ালাদের গান’। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ কনসার্টে গান পরিবেশন করবেন লিমন, জয় শাহরিয়ার, সভ্যতা, আহমেদ হাসান সানি, শুভ্র, কাকতাল ও সুহৃদ স্বাগত। এ কনসার্টের বৈশিষ্ট্য হলো অংশ নেওয়া শিল্পী সবাই সিঙ্গার-সংরাইটার। অর্থাৎ সবাই কণ্ঠ দেন নিজেরই লেখা ও সুর করা গানে। এ প্রসঙ্গে আয়োজক ও শিল্পীদের পক্ষ থেকে জয় শাহরিয়ার বলেন, গানের জগতে যারা নিজের কথায় সুর বসিয়ে নিজেই কণ্ঠে ধারণ করেন তারা সিঙ্গার-সংরাইটার নামে পরিচিত। আমরা তাদের নাম দিয়েছি গানওয়ালা। এ গানওয়ালারা একটু অন্যরকম, সবার মাঝে থেকেও যেন একা। একাই নিজের গান বাঁধেন বলে যার যার বলার একটা নিজস্ব ধরন থাকে, থাকে আলাদা দর্শন, ভিন্ন ভাবনা। বাংলা গানে এ গানওয়ালাদের বিচরণ সেই শুরু থেকেই। তাদের প্রভাবও বিশাল।