এক সময় তারা ছিলেন মহাব্যস্ত নায়িকা। চলচ্চিত্রপাড়া ও দর্শকদের মাঝে তাঁদের নিয়ে সিনেমাবিষয়ক আলোচনার ঝড় বইত। এখন আর তাঁদের সেই রমরমা অবস্থা নেই। হাতে সিনেমার কাজ নেই বললেই চলে। এমন কয়েকজন নায়িকার কথা তুলে ধরেছেন - আলাউদ্দীন মাজিদ
অপু বিশ্বাস এখন ইউটিউবার
নায়িকা অপু বিশ্বাস, তিনি এখন ইউটিউবার। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত শাকিব-অপু জুটি একাধারে ৭০টিরও বেশি সিনেমা উপহার দেয় ঢালিউডকে, যেগুলোর অধিকাংশই ব্যবসাসফল। শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস তাঁর সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। তাঁর হাতে নেই তেমন কোনো সিনেমা। তিনি এখন ইউটিউবে কনটেন্ট তৈরি করেন। অনেক দিন ধরে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছেন তিনি। সম্প্রতি নিজের ওই চ্যানেলের জন্য নতুন কাজ শুরু করেছেন। তৈরি করছেন টকশো ঘরানার অনুষ্ঠান। অপু দ্রুত উপস্থাপক হিসেবে দর্শকদের সামনে হাজির হবেন এমন ঘোষণাও দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন অপু বিশ্বাস। এরই মধ্যে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্র থেকে নির্মিত সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। যদিও তেমন সাড়া ফেলেনি সিনেমাটি। নতুন বছরে অভিনয়, প্রযোজনার পাশাপাশি ব্যবসায় সময় দেবেন অপু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৪ সালে ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস তাঁর ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন অনেক সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। এ নায়িকা বলেন, ‘এর বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরনো ব্যবসা তো আছেই। এর আগে রাজধানীর বনশ্রীতে একটি বিউটি পারলারও খোলেন অপু। অপুর আগে কাজ শেষ হওয়া বা কাজ শুরু হবে এমন ছবির মধ্যে রয়েছে ট্র্যাপ-দ্য আনটোল্ড স্টোরি, ছায়াবৃক্ষ, ওপারে চন্দ্রাবতী, জখম প্রভৃতি।
ব্যক্তিগত আলোচনা ও সামাজিক কাজে বুবলী
ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম শবনম ইয়াসমিন বুবলী। গত রোজার ঈদে একসঙ্গে দুই সিনেমা মুক্তি পায়। একটি মিশুক মনির পরিচালিত ‘দেয়ালের দেশ’, অন্যটি জসীম উদ্দিন জাকিরের ‘মায়া : দ্য লাভ’। এর পরে কোরবানির ঈদে ইকবাল পরিচালিত বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ ছবিটিও মুক্তি পায়। তবে এসব ছবি দর্শক টানতে পারেনি। এদিকে দীর্ঘদিন পর সম্প্রতি মেহেদি হাসানের ‘নীল টিপ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমা নিয়ে আলোচনার চেয়ে শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন নিয়েই সারা বছর বলতে গেলে আলোচনায় থাকেন বুবলী। কিছু দিন আগে দেশে ঘটে যাওয়া বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে ব্যস্ত মাহিয়া মাহি
নায়িকা মাহিয়া মাহি। গত বছর বিবাহ বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। সিনেমা ছেড়ে রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন মাহি। এরপর বিগত সরকারের সবুজ সংকেত পেলেও দর্শক ভোটে পড়ে রেড সিগন্যাল, অর্থাৎ বিপুল ভোটে পরাজিত হন। এরপর আবারও কাজে ফেরার ঘোষণা দেন। সিনেমা আর রাজনীতি নিয়ে ‘রাজনীতি’র মারপ্যাঁচে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব হয়েছেন তিনি। প্রায় সময়ই নানা ইস্যুতে ফেসবুকে নানা পোস্ট দিয়ে থাকেন এই নায়িকা। কিছু দিন আগেও দুটি নাচের ভিডিও দিয়ে বেশ সাড়া ফেলেছিলেন তিনি। এবার অগ্নিখ্যাত এ নায়িকা নিজেকে ছাগল বলে জাহির করলেন। মাহিকে সবশেষ শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেয়েছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি।
বরাবরই বিতর্কে নিপুণ
২০০৬ সালে চলচ্চিত্রে আসার পর বেশ কিছু ভালো ছবিতে অভিনয় করেছেন এবং জাতীয় পুরস্কারও পেয়েছেন নিপুণ। ২০২২ সালে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ নির্বাচনে তাঁর জয়-পরাজয় নিয়ে বিতর্ক এবং আদালতে মামলা পর্যন্ত গড়ায়। এ সময় ছবিতে তাঁকে তেমনভাবে আর দেখা যায়নি। নানা বিতর্কই ছিল তাঁর নিত্যসঙ্গী। গত বছর অবশ্য তাঁর অভিনীত সুজন মাঝি ছবিটি মুক্তি পেলেও ফ্লপ হয়। এখন ‘তবুও তুমি আমার’ নামে রাজু আহমেদের একটি ছবিতে কাজ করার কথা রয়েছে তাঁর।
অভিনয়ে ব্যস্ততা কমিয়েছেন মিম
শুভ বিজয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। গতবারের মতো এবারও দুর্গাপূজা উদযাপনে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যস্ত ছিলেন ঢালিউড চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে পূজার পরপরই জরুরি প্রয়োজনে দেশের বাইরে যাচ্ছেন অভিনেত্রী। সর্বশেষ কয়েক বছর আগে ‘মানুষ’ সিনেমায় দেখা মেলে বিদ্যা সিনহা মিমের। ‘পরাণ’-র সাফল্যের পর খুব বাছাই করে সিনেমায় কাজ করেন। এ কথা জানিয়ে মিম বলেন, তাই সিনেমা নিয়ে খুব একটা ব্যস্ততা নেই আমার। নাম প্রকাশ না করলেও বর্তমানে অভিনেত্রীর হাতে রয়েছে তিনটি সিনেমা।
ইনস্টাগ্রামে ব্যস্ত নুসরাত ফারিয়া
অভিনেত্রী নুসরাত ফারিয়া অনেক দিন ধরেই দেশে নেই। কদিন আগেই নতুন করে গুঞ্জন ছড়ায় কলকাতার ‘প্রতীক্ষা’ নামের একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। যে ছবিটি তাসনিয়া ফারিণ করতে পারছেন না, সেটিই নুসরাত ফারিয়া করবেন। এমনই একটি খবর ছড়িয়ে পড়ে। এর পেছনে যুক্তিও ছিল। কারণ ফারিণ ভিসা জটিলতার কারণে যেতে পারছেন না ভারতে। কিন্তু এ বিষয়ে দেবের সিনেমাটির প্রযোজক অতনু রায় চৌধুরী কলকাতার পত্রিকাকে বলেন, ‘তাসনিয়ার মতো নুসরাতও বাংলাদেশের অভিনেত্রী। প্রথম জন ভিসার কারণে আসতে না পারলে দ্বিতীয় জনেরও তো একই সমস্যা! তিনিই বা কী করে আসবেন?’ ফলে বাংলাদেশের কোনো নায়িকাকে তাই ছবির জন্য নিচ্ছেন না তাঁরা। এমনটা শোনা গেলেও একাধিক মাধ্যম জানাচ্ছে নুসরাত ফারিয়া দেশের বাইরে ঘুরছেন, ফলে তাঁর পক্ষে ভারত যাওয়া সহজ। তাই ছবিটি করতেও পারেন তিনি। তবে নুসরাত ফারিয়া কোথায় রয়েছেন এ প্রশ্নও বরাবরই আসছে। নুসরাত ফারিয়া নির্মাতা শ্যাম বেনেগালের নির্দেশনায় কাজ করেছিলেন। ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবির পর্দায় তিনি হয়েছিলেন শেখ হাসিনা। এটাই তাঁর করা শেষ ছবি।
চলতি বছর জাতীয় নির্বাচনের পর থেকে আর কোথাও দেখা যাচ্ছে না। না কোনো সিনেমায়, না কোনো অনুষ্ঠানে। তবে তাঁকে পাওয়া গেছে অনলাইন জুয়ার বিজ্ঞাপনে, যা দেখে বিস্মিত হয়েছেন তাঁর পরিচিত ও ভক্তদের অনেকে! সম্প্রতি সেই অ্যাপের প্রচারণামূলক গানে নাচ করতে দেখা গেছে তাঁকে। ‘সবাই মিলে খেলব, আনন্দ করে ফিরব, সাবধানে খেলে যাব...’ গানের সঙ্গে নেচেছেন তিনি। এ নিয়েও তুমুল সমালোচনা হয় অভিনেত্রীকে নিয়ে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সরব দেখা যায় তাঁকে।