দেশি শোবিজের গ্ল্যামার গার্ল ফারিন খান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে কাজ করেছেন মিউজিক ভিডিও, টিভিসি, নাটক, ওটিটি ও সিনেমায়। বর্তমানে একাধিক নাটক এবং ওটিটির কাজে ব্যস্ত ফারিন। সম্প্রতি অবমুক্ত ‘ত্রিভুজ’ ওয়েবসহ নানা কাজ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন - পান্থ আফজাল
ত্রিভুজ ফিল্মে দর্শক নতুন এক ফারিনকে আবিষ্কার করেছে...
আমাকে একেবারে ভিন্ন একটি চরিত্র দেখেছে দর্শক। এর আগে এ ধরনের কাজ করিনি। খুবই আলাদা চরিত্র এটি। এই গল্পে প্রেম, ভালোবাসা, মায়া, দায়িত্ববোধ সবই আছে। সেসব উপস্থাপন করা হয়েছে ভিন্নভাবে।
তিনটি আলাদা গল্প নিয়েই তো ফিল্মটি, তাই না?
হ্যাঁ, তিনটি আলাদা গল্প নিয়ে। প্রত্যেক পরিবারের আলাদা গল্প থাকে। এখানে আমার চরিত্রের নাম মলি। আমি ও আমার স্বামী ইমতিয়াজ বর্ষণের গল্প এখানে তুলে ধরা হয়েছে। অন্যদিকে শখ-জয় দম্পতি ও মৌ-সোহেল মণ্ডলও আলাদা গল্প বলেছেন। কিন্তু একটা পর্যায়ে এসে গল্পগুলো এক হয়ে যায়। একটি অন্যটির সঙ্গে যুক্ত হয়ে যায়।
ফিল্মটি আসতে এত দেরি হলো কেন?
আসলে আমরা অনেক আগেই শুটিং, ডাবিং শেষ করেছি। হয়তো কোনো সমস্যা ছিল। এ ছাড়া দেশের পরিস্থিতিও ভালো ছিল না; সময়টাও মুক্তির উপযোগী ছিল না। হয়তো সে কারণেই।
তারকাবহুল এই ওয়েব ফিল্মে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
অভিজ্ঞতা তো ভালোই। যদিও মাত্র কয়েকটি দৃশ্যে একসঙ্গে অভিনয় করেছি; একসঙ্গে তেমন করে কাজ হয়নি। দৃশ্যগুলো আলাদা ছিল। তবে সবাই খুবই সহযোগিতাপরায়ণ ছিল। ভালো সময় গেছে।
বর্তমানে আর কোনো কাজে ব্যস্ত?
নাটক-ওটিটির কাজ নিয়েই ব্যস্ত বেশি। এ মুহূর্তে এর বাইরে আর কোনো প্ল্যান নেই। পাশাপাশি বিজ্ঞাপনেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি। কিছুদিন আগে প্যারাসুটের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম তিন বছরের জন্য। মাঝখানে অনেকগুলো বিজ্ঞাপনে শুটিং করেছি। যেগুলো শিগগিরই প্রচার হবে। অবসরে ছবি আঁকতে, গান করতেও ভালো লাগে। এর বাইরে একটু অবসর পেলে নাচের চর্চাটা চালিয়ে যাচ্ছি।
সিনেমার কী খবর?
সম্প্রতি কলকাতা থেকে একটি সিনেমার প্রস্তাব এসেছিল। যদি ব্যাটেবলে মিলে যায় তাহলে করব। এ ছাড়া বাংলাদেশ থেকে প্রায়ই সিনেমার অফার পাচ্ছি, তবে আপাতত সিনেমা নিয়ে কোনো প্ল্যান নেই। ফিকশন, ওটিটি নিয়েই ব্যস্ত থাকতে চাই।